• [english_date] , [bangla_date] , [hijri_date]

জয়সোয়ালের ১২ ছক্কায় ফিরলেন শেখুপুরার ওয়াসিম আকরাম

Sonaly Sylhet
প্রকাশিত February 18, 2024
জয়সোয়ালের ১২ ছক্কায় ফিরলেন শেখুপুরার ওয়াসিম আকরাম

আর একটি ছক্কা, তাহলেই টেস্টে এক ইনিংসে ছক্কার বিশ্ব রেকর্ডটা একান্তই নিজের হয়ে যায় যশস্বী জয়সোয়ালের। ভারতের অধিনায়ক রোহিত শর্মা এমন সময়েই কিনা ইনিংস ঘোষণা করে দিলেন! টেস্টে ছক্কার রেকর্ডটার কথা কি রোহিতের জানা ছিল না!

আজ রাজকোটে ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ডাবল সেঞ্চুরি করার পথে ১২টি ছক্কা মেরেছেন ভারতের ওপেনার জয়সোয়াল। তাতে ওয়াসিম আকরামের ২৮ বছরের পুরোনো বিশ্ব রেকর্ডে ভাগ বসিয়েছেন ২২ বছর বয়সী ভারতীয় ব্যাটসম্যান। জয়সোয়াল মনে করিয়ে দিয়েছেন ২৮ বছর আগে শেখুপুরা টেস্টে ওয়াসিম আকরামের অবিশ্বাস্য সেই ইনিংসকেও।

পাকিস্তানের শেখুপুরা স্টেডিয়ামে সেটিই ছিল প্রথম টেস্ট ম্যাচ। সেই ম্যাচেই কী ওয়াসিম আকরামের এই কীর্তি। ওপেনার গ্রান্ট ফ্লাওয়ার ও আটে নামা পল স্ট্র্যাংয়ের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৭৫ রান করে জিম্বাবুয়ে।

এরপর জিম্বাবুয়ের বোলাররা ২৩৭ রানেই পাকিস্তানের ৭ উইকেট তুলে নিয়ে লিড নেওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন। তরুণ সাকলায়েন মুশতাককে নিয়ে জিম্বাবুইয়ানদের সেই স্বপ্নকে দুঃস্বপ্ন বানিয়ে ফেলেন ওয়াসিম আকরাম।