• [english_date] , [bangla_date] , [hijri_date]

বিপিএল: রান না হওয়ার দায়টা ব্যাটসম্যানদেরই দিলেন এনামুল-তানজিদরা

Sonaly Sylhet
প্রকাশিত January 22, 2024
বিপিএল: রান না হওয়ার দায়টা ব্যাটসম্যানদেরই দিলেন এনামুল-তানজিদরা

বিপিএলের আগে বিসিবির গ্রাউন্ডস বিভাগ থেকে বড় রানের টি-টোয়েন্টি ম্যাচের স্লোগান শোনা যাচ্ছিল। আগামী জুনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। ২০ ওভারের ধুমধাড়াক্কা ক্রিকেটের জন্য মানানসই উইকেট থাকবে সব ভেন্যুতে, এমন আশ্বাস দিয়েছেন বিসিবির গ্রাউন্ড বিভাগের প্রধান মাহবুবুল আনাম।

কিন্তু বিপিএলের মিরপুর পর্বে এখন পর্যন্ত তা দেখা যায়নি। পাঁচটি ম্যাচ হয়ে গেল। প্রথম ইনিংস স্কোর ১৫০ রানের বেশি হওয়ার ঘটনা মাত্র একটি। সেটাও রাতের ম্যাচে। দিনের ম্যাচে রান হচ্ছে না বললেই চলে। স্বাভাবিকভাবে রানখরা নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে ক্রিকেটারদের। প্রশ্নবিদ্ধ হচ্ছে মিরপুরের উইকেটও।

আজ দুর্দান্ত ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেনকে কথা বলতে হয়েছে এটা নিয়ে। তিনি অবশ্য বিপিএলে রান কম হওয়ার জন্য মিরপুরের উইকেট নয়, নিজেদের ব্যর্থতাকেই দায়ী করলেন।

দুর্দান্ত ঢাকার কোচ খালেদ মাহমুদের সঙ্গে অধিনায়ক মোসাদ্দেক হোসেন
দুর্দান্ত ঢাকার কোচ খালেদ মাহমুদের সঙ্গে অধিনায়ক মোসাদ্দেক হোসেনপ্রথম আলো

তাঁর যুক্তি, ঢাকা ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের আজকের ম্যাচের উইকেটে ভালো ব্যাটিং করলে ১৭০-১৮০ রান হতে পারত, ‘পাওয়ার প্লের পর থেকে উইকেট খুবই ভালো ছিল আজকে। আবহাওয়াটা একটু ফ্যাক্ট, এ জন্যই হয়তো উইকেটের ব্যবহার এমন করছে। কিন্তু আমার মনে হয়, উইকেট এবার ভালো হচ্ছে। এটা অবশ্য (আমাদের দায়)…দেখুন আমরা আসলে ভালো ব্যাটিং করেনি; বিশেষ করে পাওয়ার প্লেতে। যখন ৪ ওভারে ১১ রান থাকবে, ওই জায়গা থেকে খুব বেশি রান আশা করাটা ঠিক মনে হয় না আমার কাছে। তারপরও আমাদের মিডল অর্ডার একটু কাভার করেছে, কিন্তু আমার মনে হয়, (আরও) ১৫-২০ রান যদি যোগ করতে পারতাম, দৃশ্য বদলে যেত।’

একই উইকেটে রান তাড়ায় ৪০ বলে ৪৯ রান করে দলের জয়ে অবদান রাখেন তানজিদ হাসান। মিরপুরে এর মধ্যেই তিনটি ইনিংস খেলে ফেলেছেন তিনি। প্রথম দুই ম্যাচে ২ ও ১৯ রান করার পর আজ ইনিংসটা লম্বা করতে পেরেছেন।

ম্যাচসেরা তানজিদও কথা বলেছেন মিরপুরের উইকেট নিয়ে, ‘শেষ ম্যাচে আমরা কিন্তু বাজে ব্যাটিং করেছি, এটা আমাদের দোষ। এটা শুধু উইকেট বা অন্য কোনো কিছুর দোষ নয়। আমরা সবাই চেষ্টা করছি ভালো খেলা উপহার দেওয়ার জন্য। রাতের খেলায় কিন্তু ঠিকই রান হচ্ছে, শুধু দিনের খেলা লো স্কোরিং হচ্ছে।’

রাতের ম্যাচে রানের আশ্বাস দিয়েছেন তানজিদ। আজ ঢাকার বিপক্ষে ম্যাচে শট খেলার সময়
রাতের ম্যাচে রানের আশ্বাস দিয়েছেন তানজিদ। আজ ঢাকার বিপক্ষে ম্যাচে শট খেলার সময়প্রথম আলো

রাতের খেলায় রান হবে, এমন আশ্বাসও আছে তানজিদের কথায়, ‘আজকের ম্যাচে আমরা ভালো একটা জয় পেয়েছি, এটা দরকার ছিল আমাদের দলের জন্য। কারণ, শেষ ম্যাচটা আমরা বাজেভাবে হেরে গেছি ব্যাটিংয়ের কারণে। তবে আজ সবকিছু ভালো ছিল। আর দিনের বেলায় বল একটু স্পিন হয় আর গ্রিপ করে। রাতে বেলায় কুয়াশার কারণে উইকেটটা ভেজা ভেজা থাকে, এ জন্য বল স্কিড করে। সব মিলিয়ে সব উইকেটে আমাদের অ্যাডজাস্ট করে খেলতে হবে।’