• [english_date] , [bangla_date] , [hijri_date]

ছাতকে সাপুড়ে সরদার জালালীর  হাতে ধরা পড়লো ৪টি বিষধর সাপ

Sonaly Sylhet
প্রকাশিত January 19, 2024
ছাতকে সাপুড়ে সরদার জালালীর  হাতে ধরা পড়লো ৪টি বিষধর সাপ
ছাতকে হাসপাতাল সংলগ্ন জংগল থেকে ৪টি বিষধর সাপ ধরেছে সাপুরে। বৃহস্পতিবার সকালে ঝোপ-ঝাড় থেকে এসব সাপ ধরেন সাপুরে বুরহান উদ্দিন জালালী। ৫ জনের একটি সাপুড়ে দল গোখড়া, দাঁড়াইশ ও গেছো আলদ প্রজাতীর ৪টি বিষধর সাপ ধরে। এসময় আশপাশের লোকজন সাপ দেখতে হাসপাতাল সংলগ্ন এলাকায় এসে ভির করেন। এলাকার লোকজন জানান, ছোট বাচ্চারা ঝোপ-ঝাড় ও জংগলের আশে-পাশে সাপ দেখেছে বলে প্রায় বলে থাকে। বিষয়টি আমলে নিয়ে স্থানীয়রা ছাতক শহরের বেঁদে পল্লীর সাপুড়ে সর্দারকে খবর দেন। সাপুড়ে সর্দার বুরহান উদ্দিন জালালী তার সহযোগিদের নিয়ে একে-একে ৪টি বিষধর সাপ ধরেন। সাপুড়ে সর্দার জানান, সাপের উপদ্রপের খবর পেলেই তিনি গন্তব্যেস্হলে ছুটে যান। বিগত বন্যার সময় ভেসে আসা এ ৪টি সাপ এখানে আশ্রয় নিয়েছিল। সাপের চলাচল দেখলে তার (০১৭১১-৩৯১৯৪৯) সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।