সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য ও ঢাকা পোস্টের সিলেট জেলা প্রতিনিধি সাংবাদিক মাসুদ আহমদ রনির পিতা বিশিষ্ট সমাজসেবী মো: সুরুজ মিয়া (৭০) এর ইন্তেকালে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছে সিলেট অনলাইন প্রেসক্লাব।
শনিবার (৩০ ডিসেম্বর) প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী এবং সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ এক শোকবার্তায় বলেন,সাংবাদিক মাসুদ আহমদ রনির পিতার মৃত্যুতে ক্লাবের প্রতিটি সদস্য গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের আত্মার মাগফেরাত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
উল্লেখ্য, লালাদিঘীর পার নিবাসী সমাজসেবী মো: সুরুজ মিয়া শুক্রবার দিবাগত রাত ১২.২০ মিনিটে নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি বেশ কিছু দিন থেকে নানা রোগে ভোগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, তিনপুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ আজ (শনিবার) বাদ জোহর কুয়ারপার জামে মসজিদে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।