• [english_date] , [bangla_date] , [hijri_date]

নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে বাম গণতান্ত্রিক জোটের গণসংযোগ

Sonaly Sylhet
প্রকাশিত December 29, 2023
নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে বাম গণতান্ত্রিক জোটের গণসংযোগ

সোনালী সিলেট ডেস্ক ঃ

একতরফা নির্বাচনী তফসিল বাতিল, সরকার ও আজ্ঞাবহ নির্বাচন কমিশনের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন এবং সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে  বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়। ‌অদ্য ২৮ডিসেম্বর বুধবার বিকাল চারটায় কোর্ট পয়েন্ট – জিন্দাবাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে নেতৃত্ব দেন বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা সমন্বয়ক, সিপিবি সাধারণ সম্পাদক খায়রুল হাসান,  বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সভাপতি সিরাজ আহমদ ও সাধারণ সম্পাদক ডাঃ হরিধন দাশ,বাসদ (মার্ক্সবাদী) জেলা সদস্য সন্জয় কান্ত দাশ, উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক মিন্টু যাদব, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জাহেদ আহমদ, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি মনীষা ওয়াহিদ ও সাধারণ সম্পাদক মাশরুক জলিল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর শাখার সাধারণ সম্পাদক বুশরা সোহেল, দোয়েল রায় প্রমূখ।

গণসংযোগকালে  নেতৃবৃন্দ বলেন, ৭ জানুয়ারি একতরফা – প্রহসনের নির্বাচনে জনগণের কোন আগ্রহ নেই। কিন্তু তারপরও সরকার যেকোন ভাবে ক্ষমতায় থাকার জন্য ২০১৪ ও ২০১৮ সালের মত আরেকটি প্রহসনের নির্বাচন করতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে। এধরনের একতরফা ও প্রহসনের নির্বাচন  দেশকে এক ভয়ংকর রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সংকটের দিকে নিয়ে যাবে। নেতৃবৃন্দ দেশকে ভয়ংকর পরিণতির হাত থেকে বাঁচাতে অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে সরকারকে পদত্যাগ করে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নতুন নির্বাচনী তফসিল ঘোষণার দাবি জানান।

নেতৃবৃন্দ ৭ জানুয়ারি একতরফা ও প্রহসনের নির্বাচন বর্জন ও রুখে দাঁড়ানোর জন্য জনগণের প্রতি আহ্বান।