• [english_date] , [bangla_date] , [hijri_date]

শিগগিরই ডলারের চাপ কমে আসবে, বলেছেন সালমান এফ রহমান

Sonaly Sylhet
প্রকাশিত January 29, 2024
শিগগিরই ডলারের চাপ কমে আসবে, বলেছেন সালমান এফ রহমান

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, ‘বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভের ওপর চাপ কমাতে কাজ করছে সরকার। এ জন্য প্রবাসী আয় ও রপ্তানি বাড়াতে হবে। রপ্তানি বাড়াতে বেশ কিছু নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি আমদানি নিয়ন্ত্রণের মতো পদক্ষেপও নেওয়া হয়েছে। তারপরও ডলারের ওপর যে চাপ রয়েছে, তা শিগগিরই কমে আসবে বলে মনে করি।’

আজ সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ভবনে এক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সালমান এফ রহমান। ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ উপজেলার সমন্বিত উন্নয়ন পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে এ মতবিনিময় সভা করেন তিনি।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান সাংবাদিকদের বলেন, ‘বর্তমানে দেশ থেকে অনেক ধরনের পণ্য বিশ্বের বহু দেশে রপ্তানি হচ্ছে। ফলে রপ্তানি বহুমুখীকরণ হয়েছে। তবে তৈরি পোশাক ছাড়া অন্যান্য পণ্যে রপ্তানির পরিমাণ আমরা বাড়াতে পারছি না। এ বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করছে বর্তমান সরকার।’

সালমান এফ রহমান জানান, ইতিমধ্যে চামড়া ও পাটজাত পণ্যের রপ্তানিকে গুরুত্ব দিয়ে এই দুটো খাতে সুযোগ-সুবিধা বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৈরি পোশাকশিল্পের মতো অন্য খাতকেও একই ধরনের সুবিধা দিলে বহুমুখী রপ্তানি বাড়বে।

দেশের বাজারে কিছু পণ্যের দাম অযৌক্তিকভাবে বেড়েছে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি বলেন, ‘অনেক জায়গায় পণ্যের দাম বাড়ছে, যেটা বাড়া উচিত নয়। এসব ক্ষেত্রে সরকার খুবই নজরদারি করছে। সরকারের হস্তক্ষেপে এরই মধ্যে এমন কিছু পণ্যের দাম কমেছে। বিষয়টি নিয়ে অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয় কাজ করছে। বাজারে দাম বাড়ার পেছনে কী কাজ করছে, তা তদন্ত করা হচ্ছে। আশা করি পণ্যের মূল্যবৃদ্ধির প্রবণতা নিয়ন্ত্রণে চলে আসবে।’

গ্যাস-সংকট নিয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘বর্তমানে যে গ্যাস-সংকট হচ্ছে, তা সাময়িক। কিছুদিন আগেও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনা হয়েছে। আর ভবিষ্যতের জন্য ভালো খবর হচ্ছে, দেশে অনেক নতুন গ্যাসের সন্ধান পাওয়া গেছে। ভোলায় আগে আমরা পেয়েছি, এখন শেভরন পেয়েছে, পেট্রোবাংলাও পেয়েছে। আশা করি সামনে গ্যাসের সংকট কমে যাবে।’