• [english_date] , [bangla_date] , [hijri_date]

সিলেটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ৪টি দোকানে লক্ষাধিক টাকা অর্থদন্ড

Sonaly Sylhet
প্রকাশিত March 14, 2024

নকল কয়েল ও ডিটারজেন্ট পাউডার বিক্রির দায়ে সিলেট মহানগরের কালিঘাট ও মির্জাজাঙ্গালে ৪টি দোকানে অর্থদ- প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গত বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় ৪ দোকানকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ।
তিনি জানান, সিলেটের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে নকল কয়েল ও ডিটারজেন্ট পাউডার বিক্রি হচ্ছে- এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে কালীঘাটের বদিউজ্জামন ট্রেডার্সকে ২০ হাজার, মাসুম ট্রেডার্সকে ৫০ হাজার ও রাইমুন ট্রেডার্সকে ১৫ হাজার ও র্মিজাজাঙ্গাল এলাকার বন্ধু স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের সময় ২০ কার্টুন নকল ‘বাওমা কয়েল’ এবং অবৈধ ‘নিরাপদ কয়েল’ জব্দ করা হয়। এসময় ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেৃকে সচেতনতামূলক লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। পবিত্র রমজানে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান মো. আমিরুল ইসলাম মাসুদ। -বিজ্ঞপ্তি