• [english_date] , [bangla_date] , [hijri_date]

গডফাদার হয়ে আসছেন শাকিব খান

Sonaly Sylhet
প্রকাশিত January 28, 2024
গডফাদার হয়ে আসছেন শাকিব খান

গত বছরের শেষের দিকে শাকিব খানকে নিয়ে তুফান নির্মাণের ঘোষণা দেন দামালসুড়ঙ্গখ্যাত নির্মাতা রায়হান রাফি। এ সিনেমায় চরিত্রে দেখা যাবে শাকিব খানকে। বাংলাদেশের চরকি ও আলফা আই এবং ভারতের এসভিএফের প্রযোজনায় নির্মিত হবে ছবিটি। 

ইতোমধ্যে চলছে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ। এর মাঝেই সম্প্রতি এসকে ফিল্মসের ইউটিউবে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে নির্মাতা রায়হান রাফি তুফান সিনেমার বিভিন্ন বিষয় তুলে ধরেছেন।

এদিকে সম্প্রতি তুফান সিনেমাটির শুটিং সেটের ডামি কিছু ছবি প্রকাশ পেয়েছে, যা দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন সিনেমাপ্রেমীরা। কয়েক দিন আগেই ভারতের হায়দরাবাদের উদ্দেশে উড়াল দেন রায়হান রাফি।

সেখানে রামুজি ফিল্ম সিটিতে চলছে তুফান এর সেট নির্মাণের কাজ। নব্বই দশকের বাড়িঘর, গাড়ি ও অন্যান্য স্থাপনায় সাজানো হবে সেট। সব কিছু ঠিক থাকলে চলতি বছর কুরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।