• [english_date] , [bangla_date] , [hijri_date]

দোয়ারাবাজারে পূজা উদযাপন পরিষদের হিন্দু বৌদ্ধ খ্রিষ্টানদের  মানববন্ধন  

Sonaly Sylhet
প্রকাশিত January 20, 2024
দোয়ারাবাজারে পূজা উদযাপন পরিষদের হিন্দু বৌদ্ধ খ্রিষ্টানদের  মানববন্ধন  
মোঃ আবু বকর ,দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্বাপর কুষ্টিয়া ও রংপুরে সহিংসতা পরিস্থিতির প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সুনামগঞ্জের দোয়ারাবাজার শাখা ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
 হয়েছে।
শনিবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার  রাধা মদন মোহন আখড়ার সামনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দোয়ারাবাজার শাখার সভাপতি সুনাধন দের সভাপতিত্বে ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তপন সরকার তপুর পরিচালনায় বক্তব্য রাখেন, সিনিয়র সহ সভাপতি গোপিকা রঞ্জন চক্রবর্তী বাচ্চু সাধারণ সম্পাদক অজিত চন্দ্র দাস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি গুরু দাস দে, সাংগঠনিক সম্পাদক বাবুল চন্দ্র দাস, আন্তর্জাতিক হিন্দু পরিষদের সিনিয়র সহ সভাপতি মলয় কান্তি দে, চিত্ত রঞ্জন দাস, নিউটন দাস সয়ন, কিরণ সূত্রধর, গুরুধন দাস, পরশ দাস, দয়াময় সূত্রধর, সজিব দাস, খোকন রায়,বিশ্বনাথ রায়, সুদের আইচ, স্বপন সূত্রধর, হরিধন দাস, চিত্র দাস, মিতুল চক্রবর্তী, রিংকু রায়, জিসু দাস, বকুল দাস, রাজেন্দ্র দাস, ভুষণ দাস, বিক্রম দাস, তুষার দেব, প্রভুদ দাস, সৌলেন দাস, প্রদীপ পাল, গোপাল সূত্রধর, সত্যেন্দ্র সূত্রধর, দুলাল রায়, কিরণ সূত্রধর, সমিরণ সূত্রধর সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, নির্বাচন পরবর্তী সহিংসতায় জঙ্গিবাদ সন্ত্রাসবাদীরা সংখ্যালঘু হিন্দু পরিবারের উপর সবসময়ই হামলা, নির্যাতন চালিয়ে ঘরবাড়িতে আগুন লাগিয়ে আসছে। সঠিক বিচার না হওয়ায় তারা আরও উৎসাহী হচ্ছে। কুষ্টিয়া ও রংপুরে যারা হামলা করেছে তাদেরকে সঠিক তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দোয়ারাবাজার শাখা ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা।