• [english_date] , [bangla_date] , [hijri_date]

দোয়ারাবাজারে ফুটবল  ফাইনাল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত 

Sonaly Sylhet
প্রকাশিত January 9, 2024
দোয়ারাবাজারে ফুটবল  ফাইনাল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত 
দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের চক বাজার এরুয়াখাই
দিন বদলের হাওয়া স্পোর্টিং  ক্লাব- বনাম ১৬ ভাই কিংসএর ফুটবল ফাইনাল খেলা টুর্নামেন্ট  অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯জানুয়ারী)বিকেলে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের চকবাজার এরুয়াখাই মাঠে দিন বদলের হাওয়া স্পোর্টিং  ক্লাব বনাম-১৬ ভাই কিংসের ফুটবল ফাইনাল  টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়। এসময় দুই
পক্ষের খেলোয়াররা দীর্ঘ ৯০ মিনিট লড়াই করে স্পোর্টিং  ক্লাব ০১গোল করেছেন -বনাম ১৬ ভাই কিংস ০২ গোল করে বিজয়ী নিশ্চিত  হয়েছেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীপুর ইউপি চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান ইউপি সদস্য আহছান হাবিব,আওয়ামীলীগের ওয়ার্ড সভাপতি ও বিশিষ্ট ব্যাবসায়ী আনছার আলী,উপজেলা আওয়ামীলীগের সদস্য শাহজাহান আকন্দ, সাংবাদীক মোঃ আবু বকর, সাংবাদীক এনামুল কবির মুন্না, সাংবাদীক হুমায়ূন ফরিদ,দর্শকবৃন্দু সহ প্রমুখ।