• [english_date] , [bangla_date] , [hijri_date]

শ্রীমদ্ভাগবত সংঘ সিলেটের ৩২ বর্ষপূর্তিতে দুইদিন ব্যাপী ভুবন মঙ্গল নামযজ্ঞ রোববার থেকে শুরু

Sonaly Sylhet
প্রকাশিত December 23, 2023
শ্রীমদ্ভাগবত সংঘ সিলেটের ৩২ বর্ষপূর্তিতে দুইদিন ব্যাপী ভুবন মঙ্গল নামযজ্ঞ রোববার থেকে শুরু

সোনালী সিলেট ডেস্কঃ 

সিলেটের ঐতিহ্যবাহী ধর্মীয় সংগঠন শ্রীমদ্ভাগবত সংঘের বর্ষপূর্তি উপলক্ষ্যে রবিবার ও সোমবার    নাম ও লীলা সংকীর্তন সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবিবার (২৪ ডিসেম্বর) মিরাবাজারস্থ শ্রী শ্রী বলরাম জিউর আখড়া প্রাঙ্গণে  মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন, শ্রীমদ্ভাগবত পাঠ ও অধিবাস কীর্তনের মাধ্যমে উৎসবের শুভ সূচনা হবে। পরদিন সোমবার ( ২৫ ডিসেম্বর) দিনব্যাপী নাম ও লীলা সংকীর্তন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের উদবোধক হিসেবে উপস্থিত থাকবেন শ্রী শ্রী রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ ও ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর জিল্লুর রহমান উজ্জ্বল সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানে শ্রীমদ্ভাগবত পাঠ করবেন গীতাশাস্ত্রী ও গীতাপ্রশিক্ষক লোকেশ চন্দ্র দাশ,  অধিবাস কীর্তন পরিবেশন করবেন রজত কান্তি গোস্বামী এবং তার দল। উৎসবে উদয়স্ত ব্যাপী কীর্তন পরিবেশন করবেন কানাইলাল সম্প্রদায়,  রাধারানী  চরনাশ্রিত সম্প্রদায় এবং শ্রীমদ্ভাগবত সংঘ। নাম ও লীলা সংকীর্তন মহোৎসব উপলক্ষ্যে মহাপ্রসাদ বিতরণ সোমবার ( ২৫ ডিসেম্বর)  দুপুর ১.৩০ মিনিট  হতে। অনুষ্ঠানে সিলেটের  গৌড় ভক্ত মন্ডলীর  সানুগ্রহ উপস্থিতি কামনা করেন আয়োজকবৃন্দ। বিজ্ঞপ্তি