• [english_date] , [bangla_date] , [hijri_date]

লামা বাজার থেকে জিতুমিয়ার পয়েন্ট হয়ে তালতলা পর্যন্ত রাস্তার বেহাল দশা

Sonaly Sylhet
প্রকাশিত July 13, 2024
লামা বাজার থেকে জিতুমিয়ার পয়েন্ট হয়ে তালতলা পর্যন্ত রাস্তার বেহাল দশা

প্রতিবেদন۔✒

গেলো বন্যা ও আষাঢ়ের ভারী বৃষ্টিপাতের কারনে নগরীর  বেশ কয়েকটি রাস্তার অবস্থা এতটাই খারাফ হয়েছে যেন গাড়ি চলাচল ও মানুষের হাঁটাচলার কোন উপায় নাই ।

রাস্তার ভিবিন্ন জায়গায় এতোই গর্ত হয়েছে মোটর সাইকেল  রিক্সা ভ্যান সি এন জি সহ ভারী যানবাহন চলাচলে অনুপোযগী হয়ে পড়েছে ।

সেই সাথে ছোট বড় গর্তে পানি জমাট বেঁধে রয়েছে গাড়িগুলির চাকা যখন গর্তে পড়ে তখন জমাট বাধা পানি ছিটকে গিয়ে মানুষের শরীলের কাপড় ময়লা করে ফেলে ।

সেই ভয়ে সাধারণ মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারছে না এমন কি রিক্সার ড্রাইভাররা ও এই রাস্তা দিয়ে চলাচল করবে চায় না ।

সিলেট সিটি কর্পোরেশন এর দৃষ্টি আকর্ষণ করে স্থানীয় বাসিন্দারা বলেছেন রাস্তা গুলির সংস্কার ও মেরামতের ব্যবস্থা না নিলে যান চলাচল বিগ্নিত হতে পারে ।

এবং যে কোন সময় স্কুল পড়ুয়া ছেলে মেয়েরা দুর্ঘটনা সম্মুখীন হতে পারেন  ।
রিকাবীবাজার পয়েন্ট লামাবাজার পয়েন্ট  কুয়ারপাড় পয়েন্ট শেখঘাট পয়েন্ট হয়ে সার্কিট

হাউস পর্যন্ত  ভি আই পি রোডের একটি সুন্দর ও আকর্ষণীয় এই রাস্তাটির এই বেহাল দশা থেকে মুক্তি চান সাধারণ মানুষরা ।

তাই অনতিবিলম্ভবে উক্ত রাস্তাটি মেরামত করার জন্য সিলেট সিটি কর্পোরেশন এর মেয়র মহোদ্বয় কে সু দৃষ্টি দেওয়ার জন্য নগর বাসীর সকল শ্ৰেণীর মানুষ আশা প্রকাশ করছেন এবং রাস্তা গুলি পরিদর্শন করে জরুরি ব্যবস্তা নিবেন বলে মনে করছেন ।