নিজস্ব প্রতিবেদন🖊
মৌলভী বাজারের মনু নদীর কয়েকটি বাঁধ ভেঙ্গে কদম হাটা বাজারে হাঁটুর উপরে পানি মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য এদিকওদিক ছোটাছোটি করছে ।
পাহাড় থেকে নেমে আসা পাহাড়ি ডলের প্রবল শ্রুতে ঘরের আসবাব পত্র ভাসিয়ে নিয়ে যাচ্ছে , পানির এতো প্রবল শ্রুত মানুষ আগে কখনো দেখেনি ।
এদিকে আসে পাশের গ্রাম গুলিতে প্রবল শ্রুতে পানি ডুকতে শুরু করেছে গবাদি পশু ও মাছের খামার গুলি পানির নিচে তলিয়ে গিয়েছে ।
বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও উদ্ধার কাজে এগিয়ে এসেছেন এলাকার স্থানীয় লোকজন জানিয়েছেন গতকাল অনুমানিক রাত ৩ টার সময় হটাৎ করে উজান থেকে নেমে আসা পানি মনু নদীর কয়েকটি বাঁধ ভেঙ্গে পানি দ্রুত প্রবেশ করে চারিদিকে শুধু পানি আর পানি ।