• [english_date] , [bangla_date] , [hijri_date]

সিলেটের জকিগঞ্জে বাঁধ ভেঙে পানিতে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম

Sonaly Sylhet
প্রকাশিত July 5, 2024
সিলেটের জকিগঞ্জে বাঁধ ভেঙে পানিতে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম

✒অনলাইন ডেস্ক

সিলেটের জকিগঞ্জে বাঁধ ভেঙে পানিতে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম । সীমান্তবর্তী এলাকা জকিগঞ্জের ১২ টি গ্রাম সহ জকিগঞ্জ পৌরসভার আশপাশের অনেক জায়গায় ।

উজান থেকে নেমে আসা পাহাড়ী ডলের কারণে কুশিয়ার নদীর প্রচন্ড শ্রুতে একটি বাড়ি ভেঙে তছনছ করে দিয়েছে ।

এই এলাকার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ঈদের দিন থেকেই দেখা গেছে এই অঞ্চলের বাঁধ প্রায় নষ্ট হয়ে গিয়েছিলো । অল্প অল্প করে জকিগঞ্জ পৌরসভার ভিতর দিয়ে পানি প্রবেশ করতে দেখেছেন অনেকে।

সে সময় পানি উন্নয়নের লোকজন এসে দেখেছেন এবং পানি উন্নয়ন বোর্ড বলেছিলো বাঁধটি মেরামত করে দেবে । কিন্তু গতকাল বাঁধটি পানি উন্নয়ন বোর্ড মেরামত করার আগেই কুশিয়ারার প্রবল শ্রুতে বাঁধ ভেঙে চুরমার হয়ে একাকার হয়ে যায় ।

এই এলাকার ভিতরে দিয়ে প্রবল বেগে পানি ঢুকতে শুরু করে। এই মুহূর্তে ১৬০ সেন্টিমিটারের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে । কুশিয়ারা ও সুরমা নদীর প্রবল শ্রুতে ভাসিয়ে নিয়ে গেছে মানুষের প্রয়োজনীয় অনেক কিছু।

কুশিয়ারার স্রোতের শব্দ এতোটাই  প্রকোট যে কানে আওয়াজ এসে লাগলে ভয়ে গা শিউরে উঠবে ।

এই অঞ্চলের মানুষের মনে ভয় এসেগেছে কখন যে কি হয়ে যায় হটাৎ করে জকিগঞ্জ পৌরসভা এলাকা প্লাবিত হয়ে যায় মুহূর্তের মধ্যেই বাঁধ ভেঙে পানি কয়েকটি এলাকা প্লাবিত হয়ে গেছে ।