• [english_date] , [bangla_date] , [hijri_date]

সিলেটে বন্যার অজুহাত দেখিয়ে বেড়েই চলেছে নিত্য পণ্যের দাম

Sonaly Sylhet
প্রকাশিত July 2, 2024
সিলেটে বন্যার অজুহাত দেখিয়ে বেড়েই চলেছে নিত্য পণ্যের দাম

✒স্টাফ রিপোর্টার

সিলেটে বন্যার অজুহাতে বেড়েই চলেছে নিত্য পণ্যের দাম। এখনো বেশ চড়া দামে বিক্রি হচ্ছে ডিম,প্রতি হালি ৫০থেকে ৫২ টাকা ।পেঁয়াজ,৮০থেকে ৯০ টাকা কেজি ।

শাক ২০ টাকা আটি, সবজির বাজার চড়া ৮০থেকে ৯০টাকা প্রতি কেজি সবজির দাম এর নিচে কোন সবজি বাজারে পাওয়া যাচ্ছে না। অন্যান্য কাঁচামাল ভোগ্য পণ্য তেলের বাজার ঊর্ধ্বমুখী।

এখনো ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে কাঁচামরিচ । মাছ মুরগির দাম কিছুটা কমলেও এখনো নাগালের বাইরে রয়েছে রসুন আদার দাম। গতকাল রিকাবী বাজারে ৩৯০ টাকায় বিক্রি হলো ডিমের কেইস। মুরগি এখনো বিক্রি হচ্ছে ১৫৫ টাকা কেজিতে।

আলু ৬০ টাকা কেজিতে বিক্রি হলেও তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে অন্যান্য শাকসবজির দাম। গতকাল কাজীর বাজারে মাছের দাম ফিসারী রুই ৩৫০থেকে ৪০০ টাকা কেজি।

এক একটি মাছের ওজন দুই থেকে তিন কেজি হলে গুনতে হবে ১২০০টাকা। ফিসারির পাবদা ৪০০টাকা কেজি যে ভাবে নিত্য পণ্যের দাম বাড়ছে। খেটে খায়া ও ছোট খাটো চাকুরীজিবী মানুষের আয় দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

মরার উপর খড়ার ঘা সিলেটে অনবরত বৃষ্টি হচ্ছেই সেই সাথে বন্যার আশংকা করছে এ অঞ্চলের বাসিন্দারা । অন্য দিখে একটু খেয়াল করলে দেখতে পারবেন যাতায়াতের এতোই ভোগান্তি ।

হউক সি এন জি, কিংবা রিক্সা , ভাড়া শুনলে চোখ কপালে উঠবে । হাফ কিলো মিটার বা তার চেয়ে একটু বেশি ৪০টাকা রিক্সা ভাড়া।আর সি এন জি হলে ১০০ টাকা এই হলো সিলেটের বর্তমান অবস্থা ।