• [english_date] , [bangla_date] , [hijri_date]

আবারো কানাইঘাটে ভয়াবহ বন্যার আশঙ্কা বাজার সহ বিভিন্ন জায়গা প্লাবিত

Sonaly Sylhet
প্রকাশিত July 1, 2024
আবারো কানাইঘাটে ভয়াবহ বন্যার আশঙ্কা বাজার সহ বিভিন্ন জায়গা প্লাবিত

স্টাফ রিপোর্টার

সিলেটের কানাইঘাটে থেমে থেমে বৃষ্টি হচ্ছে আবার কখনো ভারী বর্ষণ ।

দুপুর ১২ তার পর থেকে কানাইঘাট উত্তর বাজার সহ আবার ও বন্যায় প্লাবিত হয়েছে ।
দপায় দপায় বন্যায় এই এলাকার স্থানীয় কয়েকজনের সাথে আলাপ করে জানা গেছে ।

অতি বৃষ্টির কারণে গোটা বাজার সহ রাজাগঞ্জ জিংগাবাড়ি সহ বিভিন্ন অঞ্চল দ্রুত প্লাবিত হয়ে গেছে ।

উজান থেকে নেমে আসা পাহাড়ী ডলের কারণে হটাৎ করে পানি বেড়ে যায় উত্তর বাজারে ব্যবসায়ীরা বলেছেন ।

একদিকে অতি বৃষ্টি অন্য দিকে উজান থেকে নেমে আসা পাহাড়ী ডল সব মিলিয়ে গত কয়েক দিন আগের যে বন্যা হয়েছিল তার চেয়ে ও ভয়াবহ অবস্থা হতে পারে ।

কৃষকী ফসলি জমি ও ধীরে ধীরে পানির নিচে তলিয়ে যাচ্ছে ।

ভারতের চেরাপুঞ্জি ও এর আশে পাশের অনেক জায়গায় প্রচুর বৃষ্টি হচ্ছে ।

এ জন্য সিলেটের নিন্মাঞ্চন প্লাবিত হওয়ার সম্বাভনা রয়েছে ।
আবহাওয়া অফিস আগে থেকেই সতর্ক করে রেখেছিলো

আগামী কয়েকদিন সারা দেশে বৃষ্টিপাত হতে পারে এদিকে সিলেটে ও থেমে থেমে বৃষ্টি হচ্ছে ।