• [english_date] , [bangla_date] , [hijri_date]

নিখোঁজ হওয়া শিশু রিদওয়ান কে তার বাবার হাতে তুলে দেয় ওসমানী নগর থানা পুলিশ

Sonaly Sylhet
প্রকাশিত June 9, 2024
নিখোঁজ হওয়া শিশু রিদওয়ান কে তার বাবার হাতে তুলে দেয় ওসমানী নগর থানা পুলিশ

✒জেলা প্রতিনিধি

 

ওসমানী নগর থানায় কাসিকাপন মসজিদের কাছে কলেজ পড়ুয়া সুমন নামে এক যুবকের নজরে পরে ১১বছরের ছোট একটি বাচ্চা। তার নাম রিদয়ানুল ইসলাম রিদওয়ান তার বাবা মা ডিভোর্স হয়ে যাওয়ায় দুজনই অন্যত্র বসবাস করেন।একা থাকার কারণে হয়তো এই বাচ্চাটি কোন ডিসিশন নিতে

পারছে না বা এই বয়স কোন ডিসিশন নেওয়ার ও বয়স হয়নি। ছেলেটি যে মাদ্রাসায় পরে সেই মাদ্রাসা থেকে নিখোঁজ হয় ।পরে ওসমানী নগর থানার এস আই আকরাম

হোসেন জমাদার। এলাকার মুরব্বিরা ও মসজিদের মুসল্লিরা সহ তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার সাহেব ইউসুফ আলী ভাই মিলে এলাকার সকলের সহযোগিতায়, ছেলেটি কে তার বাবার হাতে তুলে দেওয়া হয়। ওসমানী নগর থানার ইনচার্জ ছেলেটির বাবার হাতে ছেলেটিকে তুলে দিয়ে বলেন

। যদি তোমার লেখাপড়া খরচ চালাতে অসুবিধা হয় তাহলে আমাকে জানাবে আমি তোমার লেখা পড়ার দায়িত্ব নেবো । একজন পুলিশ অফিসারের এতো সুন্দর কথা শুনে এলাকার মানুষ তাহাকে অভিনন্দন জানোয়েছেন ।