• [english_date] , [bangla_date] , [hijri_date]

জৈন্তাপুর গোয়াইনঘাট ও সারিঘাটে পানি বেড়েই চলেছে।

Sonaly Sylhet
প্রকাশিত May 30, 2024
জৈন্তাপুর গোয়াইনঘাট ও সারিঘাটে পানি বেড়েই চলেছে।

জৈন্তাপুর গোয়াইনঘাট ও সারিঘাট এলাকায় ভারিবর্ষণ ও পাহাড়ি ডল। সেই সাথে অনবরত বৃষ্টি হচ্ছে। পানির হিংস স্রুতে গবাদি পশুরা ও ভেসে আসছে । রাত যতোই গভীর হচ্ছে বাড়ছে পানি । মানুষের কষ্টের শেষ নাই, আমাদের নিজস্ব  প্রতিনিধি মোটও ফোনে জানিয়েছেন সেখানের অবস্থা এতোই খারাফ চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবেন না । এদিকে সিলেটের সুরমা নদীর পানি বেড়েই চলেছে নদীর দুই পার পানি ছুঁই ছুঁই করছে ।