নুরুজ্জামান লিটন,বিশেষ প্রতিনিধি (নওগাঁ)
নওগাঁ জেলার মান্দায় বালু বোঝাই একটি ট্রাক্টরের চাপায় আক্কাস আলী (৫৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন।তিনি মান্দা উপজেলার ভালাইন ইউনিয়নের লক্ষ্মীরামপুর গ্রামের মৃত ভুদন সরদারের ছেলে বলে জানা গেছে।
৪ ফেব্রুয়ারি,রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ফেরিঘাট-শিবগঞ্জ সড়কের লক্ষ্মীরামপুর এলাকায় আয়েদ মৌলভীর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ট্রাক্টরের হেলপার মাসুদ রানা (১৯) অপর একজন শিউলি বেগম (২৬) নামের এক নারী আহত হন। তাঁদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে মাসুদ রানার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বানডুবি এলাকা থেকে বালুবোঝাই করে একটি ট্রাক্টর বেপরোয়া গতিতে ফেরিঘাটের দিকে আসছিল। পথে লক্ষ্মীরামপুর এলাকায় আক্কাস আলীর ভ্যানকে চাপা দিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আক্কাস আলী মারা যান।
এ প্রসঙ্গে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, দুর্ঘটনাস্থল থেকে নিহত আক্কাস আলীর মরদেহ উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।