• [english_date] , [bangla_date] , [hijri_date]

১০৮ শ্রী শ্রী প্রভূপাদ রাধারমণ গোস্বামীর আলাইবহরস্থ মন্দির পরিচালনা কমিটি গঠন

Sonaly Sylhet
প্রকাশিত January 29, 2024
১০৮ শ্রী শ্রী প্রভূপাদ রাধারমণ গোস্বামীর আলাইবহরস্থ মন্দির পরিচালনা কমিটি গঠন

শ্রী শ্রী প্রভূপাদ দেবব্রত গোস্বামী প্রতিষ্ঠিত সেবিত ও আরাধিত ১০৮ শ্রী শ্রী প্রভূপাদ রাধারমণ গোস্বামীর শ্রী মন্দিরের পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
গত শনিবার (২৭ জানুয়ারি) সিলেট জেলার সদর উপজেলার আলাইবহরস্থ আধ্যাত্মিক এই মন্দিরে অনুষ্ঠিত সাধারণ সভায় ১০৮ শ্রী শ্রী প্রভূপাদ রাধারমণ গোস্বামীর শ্রী মন্দিরের সাধারণ সম্পাদক এডভোকেট ভূপেশ রঞ্জন চন্দের আহবানে ও এলাকার মুরুব্বী ও মন্দিরের শুভাকাঙ্খী হাজী মোহাম্মদ নাছির উদ্দীনের সভাপতিত্বে মৌলভীবাজার সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ননী গোপাল রায়কে প্রধান সমন্বয়কারী ঘোষনা করা হয়।
নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সভাপতি শ্রীযুক্ত অরুণ চক্রবর্তী, সহ-সভাপতি অজিত ঘোষ, নৃপেন্দ্র পাত্র, সেকু দত্ত, রবীন্দ্র চন্দ্র দেবনাথ, রঞ্জিত পাত্র, সাধারণ সম্পাদক এডভোকেট ভূপেশ রঞ্জন চন্দ, যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট স্বাধীন চন্দ্র রায়, কৌশিক চন্দ্র নাথ (গোপাল),  কোষাধ্যক্ষ বিজিত দেব, সীমান্ত চন্দ্র মালাকার, সাংগঠনিক সম্পাদক মৃদুল কান্তি দাস, চন্দ্র শেখর দে (চপল), বিজয় ভূষণ দাস, সুশেন পাত্র, সাংস্কৃতিক সম্পাদক নির্মল পাত্র, হরি চন্দ্র পাত্র, বিপুল পাত্র, আপ্যায়ন সম্পাদক সুশাংক পাত্র, নবদ্বীপ পাত্র, সাজসজ্জা সম্পাদক নিরাপদ পাত্র, শিপু পাত্র, ধর্ম সম্পাদক কান্ত পাত্র, প্রচার সম্পাদক প্রদীপ ছত্রী, নিকুঞ্জ পাত্র।
পরবর্তীতে সর্বসম্মতিক্রমে শিষ্যভক্তমণ্ডলী সহ কমিটির বর্ধিতাংশ সমন্বয় করা হবে।