দিরাই প্রতিনিধিঃ
দিরাই কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। শনিবার দুপুরে দিরাই পৌরশহরের জালাল সিটি সেন্টারের কনফারেন্স হলে সংগঠনের বিদায়ী সদস্য সচিব সামছুল ইসলাম সরদার এর সভাপতিত্বে ও সদস্য শাহজাহান সিরাজের পরিচালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক। উপস্থিত ছিলেন মাদানী প্রি ক্যাডেট একাডেমির প্রিন্সিপাল গনেশ চন্দ্র দাস, রাবেয়া মেমোরিয়াল একাডেমির প্রিন্সিপাল আক্তার হোসেন, সানরাইজ একাডেমির প্রিন্সিপাল রুহুল আমিন, লিটিল জুয়েল একাডেমির প্রিন্সিপাল নান্টু রঞ্জন দাস,কোরবান আলী প্রি ক্যাডেট একাডেমির প্রিন্সিপাল অলি আহমদ,ভাটিবাংলা একাডেমির প্রিন্সিপাল ঝুমা রানী দাস আদর্শ শিক্ষা নিকেতনের সহকারী শিক্ষক পারভিন বেগম,বীর মুক্তিযুদ্ধো আব্দুর রউফ একাডেমির প্রিন্সিপাল হোসনে আরা বেগমসহ সংগঠনের সদস্য বৃন্দ । সভায় সর্বসম্মতিক্রমে সামছুল ইসলাম সরদার খেজুর সভাপতি, শাহজাহান সিরাজ সাধারণ সম্পাদক ও রুহুল আমিন কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়।