হবিগঞ্জের চুনারুঘাটের উবাহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাজ ঠাকুরের বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে।
রোববার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ৭নং উবাহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরীর বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।
জানা যায়, রোববার দিবাগত রাত ৩টার দিকে একদল মুখোশধারী দুর্বৃত্ত রান্নাঘরের দরজা কেটে ঘরে প্রবেশ করে। এরপর চেয়ারম্যানের দুই ভাই এনায়েত চৌধুরী ও এমরান চৌধুরীসহ পরিবারের অন্যান্যদের বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে লুটতরাজ চালায়। এ সময় চেয়ারম্যান এজাজ ঠাকুর বাড়িতে ছিলেন না। ডাকাতরা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার, ১০ থেকে ১২টি দামি মোবাইল ফোনসহ ৪০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
চুনারুঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, আজ সকালে হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।