• [english_date] , [bangla_date] , [hijri_date]

বছর শেষে এলো ‘ওমর’র ফার্স্ট লুক পোস্টার

Sonaly Sylhet
প্রকাশিত December 31, 2023
বছর শেষে এলো ‘ওমর’র ফার্স্ট লুক পোস্টার

বছরের শেষ মূহুর্তে চমক নিয়ে হাজির হলেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা কামাল রাজ। সন্ধ্যায় ফেসবুকে প্রকাশ করলেন তার নতুন ছবি ‘ওমর’-এর প্রধান চরিত্র শরিফুল রাজের ফার্স্ট লুক।

সেই ছবির সঙ্গে ক্যাপশনে নির্মাতা মোস্তফা কামাল রাজ লিখেছেন, ‘সাপলুডু খেলায় প্রতিপক্ষ কে সেটা জরুরি না, জরুরি সাপের মুখে না পড়াটা। নতুন বছর নতুন ধামাকা।

ফার্স্ট লুকে শরিফুল রাজকে দেখা যাচ্ছে অফ হোয়াইট হুডিতে এক চোখ ঢাকা। চোখে মুখে এক ধরনের নির্লিপ্ত ভাব। নেটিজেনরা বেশ পছন্দ করছে নায়কের এই লুক।

শুধু শরিফুল রাজই নয়, ‘ওমর’ সিনেমাটিতে আরও অভিনয় করছেন সময়ের অন্যতম শক্তিশালী তিন অভিনেতা শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু ও নাসিরউদ্দিন খান!

গত জুলাইয়ের শুরু থেকে ‘ওমর’ সিনেমার শুটিং শুরু হয়। এরইমধ্যে শ্যুটিং শেষ হয়েছে। নির্মাতা জানিয়েছেন, শিগগিরই ছবিটি মুক্তি পাবে সিনেমা হলে। দেশের পাশাপাশি ইন্টারন্যাশনালি রিলিজ দেওয়ারও পরিকল্পনা রয়েছে প্রযোজনা সংস্থা মাস্টার কমিউনিকেশন্স।