• [english_date] , [bangla_date] , [hijri_date]

২০২৩ সালে বাংলাদেশে গত সকল বছরের ভূমিকম্পের রেকর্ড ভেঙেছে

Sonaly Sylhet
প্রকাশিত December 29, 2023
২০২৩ সালে বাংলাদেশে গত সকল বছরের ভূমিকম্পের রেকর্ড ভেঙেছে

২০২৩ সালে বাংলাদেশে গত সকল বছরের ভূমিকম্পের রেকর্ড ভেঙেছে। বছর জুড়ে ৫৪ টি ভূমিকম্পে বিভিন্ন সময়ে কেঁপে উঠেছে দেশ। আতঙ্ক সৃষ্টি হয়েছে জনমনে। আর এসব ভূমিকম্পের সবচেয়ে বড় ঝুঁকিতে রয়েছে সিলেট অঞ্চল।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, এ বছর দেশে ৫ মাত্রার ওপরে মোট ছয়টি ভূমিকম্প আঘাত করেছে। এর আগে ২০২২ সালে মাঝারি মাত্রার বা রিখটার স্কেলে ৫–এর ওপরে মোট তিনটি ভূমিকম্প হয়।

 

 

অথচ ১৯৭২ থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশে যে কটি ভূমিকম্প সৃষ্টি হয়েছে, তার মধ্যে মাঝারি মাত্রার কম্পনের ঘটনা ঘটেছে প্রতি দুই থেকে চার বছরে একবার।
আর এ বছর ৪ থেকে ৫ মাত্রার ভূমিকম্প সৃষ্টি হয়েছে মোট ৪৮টি। নিয়মিত ওই কম্পন সিলেটসহ বড় শহরগুলোর জন্য বড় বিপদ ডেকে আনতে পারে বলে মনে করা হচ্ছে।
এ ব্যাপারে ভূমিকম্পবিশেষজ্ঞরা বলছেন, ‘বাংলাদেশে বড় ভূমিকম্পের আশঙ্কা দিন দিন বাড়ছে।

 

 

মৃদু থেকে মাঝারি মাত্রার ভূমিকম্পগুলো সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত ফাটলরেখায় ৭ থেকে ৮ মাত্রার ভূমিকম্পের বিপদ সম্পর্কে আভাস দিচ্ছে।

 

 

এ জন্য ভূমিকম্পপ্রবণ অঞ্চলগুলোতে ভবন নির্মাণের ক্ষেত্রে নিয়ম ও ভবন নির্মাণ নীতিমালা মানতে হবে।’