সোনালী সিলেট ডেস্কঃ
সিলেটের ঐতিহ্যবাহী ধর্মীয় সংগঠন শ্রীমদ্ভাগবত সংঘের বর্ষপূর্তি উপলক্ষ্যে রবিবার ও সোমবার নাম ও লীলা সংকীর্তন সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবিবার (২৪ ডিসেম্বর) মিরাবাজারস্থ শ্রী শ্রী বলরাম জিউর আখড়া প্রাঙ্গণে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন, শ্রীমদ্ভাগবত পাঠ ও অধিবাস কীর্তনের মাধ্যমে উৎসবের শুভ সূচনা হবে। পরদিন সোমবার ( ২৫ ডিসেম্বর) দিনব্যাপী নাম ও লীলা সংকীর্তন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের উদবোধক হিসেবে উপস্থিত থাকবেন শ্রী শ্রী রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ ও ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর জিল্লুর রহমান উজ্জ্বল সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানে শ্রীমদ্ভাগবত পাঠ করবেন গীতাশাস্ত্রী ও গীতাপ্রশিক্ষক লোকেশ চন্দ্র দাশ, অধিবাস কীর্তন পরিবেশন করবেন রজত কান্তি গোস্বামী এবং তার দল। উৎসবে উদয়স্ত ব্যাপী কীর্তন পরিবেশন করবেন কানাইলাল সম্প্রদায়, রাধারানী চরনাশ্রিত সম্প্রদায় এবং শ্রীমদ্ভাগবত সংঘ। নাম ও লীলা সংকীর্তন মহোৎসব উপলক্ষ্যে মহাপ্রসাদ বিতরণ সোমবার ( ২৫ ডিসেম্বর) দুপুর ১.৩০ মিনিট হতে। অনুষ্ঠানে সিলেটের গৌড় ভক্ত মন্ডলীর সানুগ্রহ উপস্থিতি কামনা করেন আয়োজকবৃন্দ। বিজ্ঞপ্তি