সোনালী ডেস্ক🖊
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে নগরীর আম্বরখানা এলাকায় কেজি দরে মিষ্টি কুমড়া বিক্রির দায়ে এক সবজি বিক্রেতাকে জরিমানা করে বাজার মনিটরিং টাস্কফোর্স।
এছাড়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম ক্রয়সীমার মধ্যে রাখতে টাস্কফোর্সের সদস্যরা অভিযান পরিচালনা করে মোট ছয়টি প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করেন। মূল্য তালিকা না থাকা, অতিরিক্ত দাম রাখা এবং ক্রয় রশিদ না দেখাতে পারায় বিক্রেতাদের এই জরিমানা জরিমানা করা হয়।
সিলেট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ’র নেতৃত্বে অভিযানে আরও উপস্থিত ছিলেন কৃষি বিপণন ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ জানান, বাজারের অতিরিক্ত দাম নিয়ন্ত্রণে আমরা কাজ করে যাচ্ছি। দুপুর থেকে আম্বরখানা সহ তার এরন আশপাশের বাজারে আমরা ছয়টি প্রতিষ্ঠানকে মূল্য তালিকা না থাকা, অতিরিক্ত দাম রাখা এবং ক্রয় রশিদ না দেখাতে পারায় মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিত্যপণ্যের অতিরিক্ত দাম নিয়ন্ত্রণে সবজী, মাছ, মাংসসহ সব বাজারে এই অভিযান অব্যাহত থাকবে।