• [english_date] , [bangla_date] , [hijri_date]

বাল্যবিয়ের আসরে উপজেলা প্রশাসনের হানা, মুচলেকায় মুক্তি

Sonaly Sylhet
প্রকাশিত October 30, 2024
বাল্যবিয়ের আসরে উপজেলা প্রশাসনের হানা, মুচলেকায় মুক্তি

বিয়ানী বাজার প্রতিনিধি:🖊

সিলেটের বিয়ানীবাজার চারখাই ইউনিয়নে বাল্যবিবাহের আসরে হানা দিয়েছে উপজেলা প্রশাসন। পরে অভিভাবকের মুচলেকা দেয়ার পাশাপাশি বিয়ে বন্ধ করে দেয়া হয়। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তর চক্রবানী গ্রামে এ ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, চক্রবানী এলাকার সিরাজ উদ্দিনের মেয়ের সাথে প্রবাসী বরের সাথে ভিডিও কলের মাধ্যমে বিয়ে হচ্ছে। ওই এলাকার একজন বাল্যবিবাহের খবরটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানান। তিনি বিয়েটি বন্ধের জন্য উপজেলার সহকারী কমিশনার কাজী শারমিন নেওয়াজকে নির্দেশ দেন।

তিনি কনের বাড়িতে গিয়ে বিয়েটি বন্ধ করেন। কেননা জন্মনিবন্ধন অনুযায়ী মেয়ের বয়স ছিল ১৭ বছর ১১ মাস ৭ দিন।

পরবর্তীতে সিরাজ উদ্দিনকে মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে লিখিতভাবে অঙ্গীকার করেন।

বিয়ানীবাজার উপজেলার সহকারী কমিশনার কাজী শারমিন নেওয়াজ বলেন, ওই মেয়ের প্রকৃত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার জন্য অভিভাবকের কাছ থেকে মুচলেকা আদায় করা হয়।