• [english_date] , [bangla_date] , [hijri_date]

দেশের মানুষের ঘুম ভাঙিয়ে গেল ভূমিকম্প

Sonaly Sylhet
প্রকাশিত October 18, 2024
দেশের মানুষের ঘুম ভাঙিয়ে গেল ভূমিকম্প

সোনালী ডেস্ক🖊

বৃহস্পতিবার ( ১৭ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে এই ভূকম্পন হয়।

সিলেট, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে।

তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেশের বিভিন্ন অঞ্চলে থাকা নেটিজেনরা ভূকম্পন অনুভূত হওয়ার বিষয় নিয়ে পোস্ট দিয়েছেন। অনেকে বলছেন তাদের ঘুম ভাঙিয়ে গেছেন ভূমিকম্প।

কুমিল্লাতে অবস্থান করা আরমান আরিফ নামে এক ব্যক্তি লিখেন, ‘তীব্র ভূমিকম্প অনুভূত, আল্লাহ রক্ষা করো।’

ব্রাহ্মণবাড়িয়া থেকে হানিফ মিয়া নামে একজন লিখেন,  ‘একটু আগে ভুমিকম্পই হয়েছিলো বলে মনে হচ্ছে। আমি খাঁট নড়াতে ভেবেছিলাম চোর আইছে। সংরক্ষিত রড নিয়া দাঁড়ালাম। পরে আয়তুল কুরসী পড়তে শুরু করলাম, ভাবলাম জ্বিনে আক্রমণ করলো নাকি। পরে বুঝলাম ভূমিকম্প।’

এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাব ভূমিকম্প অনুভূতের বিষয়টি নিয়ে। অনেকেই বলছেন তাদের ঘুম ভেঙে গেছে এই ভূমিকম্পে।