• [english_date] , [bangla_date] , [hijri_date]

সিলেট কোর্টে জিপি ও পিপি হলেন যারা

Sonaly Sylhet
প্রকাশিত October 17, 2024
সিলেট কোর্টে জিপি ও পিপি হলেন যারা

সোনালী ডেস্ক🖊

সিলেট আদালতে জিপি, পিপি, এডিশনাল পিপি ও এপিপি নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপ সলিসিটর (জিপি-পিপি) সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক আদেশে সরকারি এই আইনজীবীদের নিয়োগ দেওয়া হয়।

সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলী (জিপি) হয়েছেন শামীম আহমদ সিদ্দিকী। এছাড়া জেলা ও দায়রা জজ আদালতের পিপি হয়েছেন এটিএম ফয়েজ উদ্দিন।

মহানগর দায়রা জজ আদালতের পিপি হয়েছেন বদরুল আহমদ চৌধুরী। বিভাগীয় বিশেষ জজ আদালতের পিপির দায়িত্ব পেয়েছেন হাসান আহমদ পাঠোয়ারী রিপন।

সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের পিপি হয়েছেন শাহ আশরাফুল ইসলাম আশরাফ। মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি হয়েছেন গিয়াস উদ্দিন চৌধুরী।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি হয়েছেন এম. মজিবুর রহমান মজিব। দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি হয়েছেন আবুল হোসেন।

সাইবার ট্রাইব্যুনালের পিপির দায়িত্ব পেয়েছেন মো. এজাজ উদ্দিন। জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের পিপি হয়েছেন মো. মুহিবুর রহমান।

(অতিরিক্ত ও সহকারী পিপিদের তালিকা আসছে)