• [english_date] , [bangla_date] , [hijri_date]

সিলেটের প্রায় গুরুত্বপূর্ণ রাস্তায় এখনো পানি জমে রয়েছে

Sonaly Sylhet
প্রকাশিত June 26, 2024
সিলেটের প্রায় গুরুত্বপূর্ণ রাস্তায় এখনো পানি জমে রয়েছে

✒অনলাইন ডেস্ক

দক্ষিণ সুরমার লাউয়াই বঙ্গবীর রোড হয়ে চন্ডিপুল পর্যন্ত বৃষ্টি ও বানের পানি জমে রয়েছে । গত ৫ থেকে ৬ দিন রাস্তা থেকে পানি নামছে না এই রোড সরাসরি বিশ্ব রোডের সাথে গিয়ে মিলিত হয়েছে ।

এই রোডে চলাচল করতে গিয়ে অনেকটা দুরবস্থার মধ্যে পড়েছেন  মোটর সাইকেল ও সি, এন, জি, ড্রাইভাররা অর্ধেক রাস্তায় গিয়ে  ষ্টার্ট বন্দ হয়ে যাচ্ছে প্রায় গাড়ির ।

এদিকে সাধারণ মানুষের চলাচলের বিড়ম্ভনার শেষ নেই অনেকে হাতে জুতা ও সেন্ডেল নিয়ে পানিতে চলাচল করতে দেখা গিয়েছে ।

স্থানীয় বাসিন্দা ও দোকানদাররা জানিয়েছেন পানির জন্য দোকান পাট টিকমতো খুলতে পারছেন না তারা অনেকে জানিয়েছেন আর্থিক ক্ষতির স্মুখীন হচ্ছেন তারা ।

আজ কে সরজমিনে গিয়ে দেখা গেলো চন্ডিপুল থেকে নর্থইস্ট মেডিকেল কলেজ রোড, সিলাম, জালালপুরের, গহরপুর, সড়ক পর্যন্ত পানি জমাট হয়ে রয়েছে ।

যদি ও কিছুটা হলে সুরমার পানি অনেকাংশে কমেছে কিন্তু কুশিয়ারার পানি বেড়ে যাওয়ার কারণে শহরের প্রায় নিচু জায়গায় এখনো বন্যার পানি কমেনি ।