• [english_date] , [bangla_date] , [hijri_date]

হবিগঞ্জে একটি মিষ্টির দোকানে ঢুকে কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা লুটে নেওয়ার ঘটনা ঘটেছে।

Sonaly Sylhet
প্রকাশিত October 6, 2024
হবিগঞ্জে একটি মিষ্টির দোকানে ঢুকে কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা লুটে নেওয়ার ঘটনা ঘটেছে।

হবিগঞ্জ প্রতিনিধি🖊

হবিগঞ্জে একটি মিষ্টির দোকানে ঢুকে কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা লুটে নেওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার ভোরে জেলা সদরের বাণিজ্যিক এলাকায় আদি গোপাল মিষ্টান্ন ভাণ্ডারে এ ঘটনা ঘটে।

দোকান মালিকের ছেলে আইনজীবী বিকাশ দাশ রোপণ জানান, ভোর ৫টার দিকে মুখোশ পড়া পাঁচ/ছয়জন লোক দোকানে চুলার টিন খুলে ভেতরে ঢোকেন। তারা কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে সিন্দুকের তালা ভেঙে সেখানে থাকা টাকাগুলো নিয়ে যায়। দোকানের বাইরে আরও কয়েকজন লোক ছিল।

দোকান ভাড়া, দুধ-ছানার বিল, কর্মচারীদের বেতন ও পূজার বোনাসের প্রায় ৫ লাখ টাকা সিন্দুকের ভেতরে ছিল। দুর্বৃত্তরা সব টাকা নিয়ে গেছে বলে তিনি জানান।

এ ঘটনার খবর পেয়ে দুপুর ১২টার দিকে সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুজম শ্যাম ও ব্যবসায়ী নেতারা আদি গোপাল মিষ্টান্ন ভাণ্ডার পরিদর্শন করেছেন।

পরে হবিগঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আহমেদ জামান খান শুভ ফেসবুক লাইভে জানান, এ ঘটনায় জড়িতরা শিগগির আইনের আওতায় না এলে ব্যবসায়ীরা আন্দোলনে নামবেন।

মিষ্টির দোকান থেকে ৫ লাখ টাকা লুটে নেওয়ার তথ্য নিশ্চিত করে উপ পরিদর্শক (এসআই) সুজন শ্যাম জানান, সিসিটিভির ক্যামেরায় ধারাণ হওয়া ফুটেজ খতিয়ে দেখে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।