• [english_date] , [bangla_date] , [hijri_date]

জগন্নাথপুরে শাহ জালাল আই কেয়ার এর উদ্যোগে ৪ শতাতিক রোগীর চক্ষু পরীক্ষা, ৫৫ জনের ছানি অপারেশন

Sonaly Sylhet
প্রকাশিত October 2, 2024
জগন্নাথপুরে শাহ জালাল আই কেয়ার এর উদ্যোগে ৪ শতাতিক রোগীর চক্ষু পরীক্ষা, ৫৫ জনের ছানি অপারেশন

ইজাজুল হক ইজাজ🖊

জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামে শাহজালাল আই কেয়ার আয়োজিত এবং যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ মারুফ আহমদ এর সহযোগিতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং রোগীদের ছানি অপারেশন করা হয়েছে। ১ অক্টোবর মঙ্গলবার সৈয়দপুর চৌধুরী বাড়িতে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোসিও ইকোনমিক ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (সিডাক) এর সভাপতি সোলেমান হোসেন এর সভাপতিত্বে এবং সোসিও ইকোনমিক ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (সিডাক) এর সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম হিরন এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহজালাল আই কেয়ার এর চেয়ারম্যান ডাঃ সাহেদ আহমদ তিনি বলেন বলেন, আমরা সব সময় সুবিধা বঞ্চিত অসহায় মানুষের সাথে আছি। বিশেষ করে গরীব ও অসহায়দের জন্য কিছু করতে পারলে নিজের ভাল লাগে। সমাজে যারা বৃত্তশালী আপনারা এগিয়ে আসেন যারা টাকার অভাবে চোখের চিকিৎসা করাতে পারে না চোখের অপারেশন ও চশমা কিনারও সামর্থ নেই মূলত তাদের জন্যই এই চক্ষু শিবির। বিশেষ করে আজকে সযযোগিতার হাত প্রসারিত করছেন যুাক্তরাজ্য প্রবাসী সৈয়দ মারুফ আহমদ একজন পরোপকারী মানুষ। আমরা তাঁর জন্য সবার দোয়া ও সহযোগিতা চাই তিনি যেন সুস্থ হয়ে মানুষের পাশে থেকে আর বড় পরিসরে চক্ষু সেবা দিতে পারেন। আরও বক্তব্য রাখেন মাওলানা চৌধুরী বাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব সৈয়দ আবু আলী, সৈয়দপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি সৈয়দ সানাওর আলী, প্রমুখ। প্রেস-বিজ্ঞপ্তি।