• [english_date] , [bangla_date] , [hijri_date]

বিএনপির গনতন্ত্র দিবসের সমাবেশে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের শোভাযাত্রা

Sonaly Sylhet
প্রকাশিত September 19, 2024
বিএনপির গনতন্ত্র দিবসের সমাবেশে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের শোভাযাত্রা

এম ইজাজুল হক ইজাজ

বিএনপির কেন্দ্রীয় কমিটির উদ্যাগে গণতন্ত্র দিবস উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে শোভাযাত্রা নিয়ে যোগ দিয়েছেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ মহা সমাবেশে  মঙ্গলবার  যোগদেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সাবেক প্রতিষ্ঠাতা সহ সভাপতি বর্তমান   অন্তবর্তীকালীন আহ্বায়ক যুদ্ধাহত  বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খানের নেতৃত্বে বিশাল শোভাযাত্রা মিছিল নিয়ে সমাবেশে যোগদান করা হয় ।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ যথাক্রমে  বীর মুক্তিযোদ্ধা  এম সানাওয়ার হোসেন,  কাজী মহি উদ্দিন বুলবুল,  হাজী ওয়ালী উল্লাহ বাবলু, নূর আহমদ, মীর মোশাররফ হোসেন,  নূর আলম মিয়া, আমীর হোসেন, আজিজুল হক দুলাল কুতুবউদ্দিন আহম, ক্যাপ্টেইন মিজানুর রহমান চৌধুরী প্রমূখ।

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সাবেক প্রতিষ্ঠাতা সহ সভাপতি অন্তবর্তীকালীন আহ্বায়ক যুদ্ধাহত  বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান জানান, গত ১৬ বছরে গনতন্ত্রের জন্য  বিএনপির অনেক নেতাকর্মী প্রাণ দিয়েছেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীরাও সারাদেশে আন্দোলন সংগ্রামে সক্রিয় থেকে জেল জুলুৃম নির্যাতনের শিকার হয়েছিলেন।

ছাত্র-জনতার ত্যাগের মাধ্যমে গনতান্ত্রিক সরকার ব্যবস্হার সুযোগ এসেছে এখন সময় এসেছে দেশনেত্রী খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নেতৃত্বে  গণতন্ত্র পুন প্রতিষ্ঠা করার। এজন্য তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।