• [english_date] , [bangla_date] , [hijri_date]

সিলেট নগরীর ৩৬ ওয়ার্ড জোনাকি আবাসিক এলাকায় প্রকাশ্যে টিলা কাটার মহা উৎসব চলছে

Sonaly Sylhet
প্রকাশিত September 18, 2024
সিলেট নগরীর ৩৬ ওয়ার্ড জোনাকি আবাসিক এলাকায় প্রকাশ্যে টিলা কাটার মহা উৎসব চলছে

এজাজুল হক এজাজ🖊

সিলেট নগরীর ৩৬ ওয়ার্ড জোনাকি আবাসিক এলাকায় প্রকাশ্যে টিলা কাটার মহা উৎসব চলছে দেখার কেউ নেই প্রশাসন নীরব ।

প্রতিদিন ট্রাক দিয়ে মাটি গুলি কোথায় যায় কেউ জানে না স্থানীয় লোকজন বলছেন মাটি গুলি সিটি কর্পোরেশন কেটে নিচ্ছে সত্যি কি তাই ।

আমাদের সোনালী সিলেট প্রতিনিধির ভিডিও চিত্রে উঠে এসেছে আসল রহস্য, একজন গাড়ির  ড্রাইভার কে জিজ্ঞাসা বাদে তিনি বলেন সিটি কপোরেশন এর  অনুমতিতে আলমপুর পাসপোর্ট অফিসে ওরা মাটি ফেলে আসে ।

আসলেই কি মাটি পাসপোর্ট অফিসের জন্য যাচ্ছে নাকি অন্য কোথায় পাচার হচ্ছে , বালুচর নতুন বাজার হয়ে মানুষের চলাচলের যে রাস্তা জোনাকি আবাসিক এলাকা হয়ে ভিতরে প্রবেশ করেছে সেই রাস্তার বেহাল দশা ।

বর্তমানে টিলা কেটে যে রাস্তা ও সমতল ভূমি তৈরী করা হচ্ছে অচিরেই এখানে আবাসিক এলাকা ও প্লট তৈরী করে বিক্রি করা হবে বলে সূত্রে জানা গেছে ।

পরিবেশ অধিদপ্তর যদি এই মুহূর্তে ব্যবস্থা না নিতে পারে তা হলে ভবিৎষতে পরিবেশ মারাক্তক হুমকির মুখে পড়বে বলে একজন পরিবেশ বিজ্ঞানী জানিয়েছেন ।

সিলেট শহরের অনেক জায়গায় টিলা কাটা হচ্ছে এক শ্রেণীর টিলা কেখোরা তাদের সামান্য লাভের জন্য সমস্ত সিলেট শহরের টিলা গুলকে কেটে সমতল করছে ।