• [english_date] , [bangla_date] , [hijri_date]

সিলেটের বিভিন্ন খুচরা ও পাইকারী বাজার গুড়ে দেখে জানা গেলো জিনিস পত্রের দাম

Sonaly Sylhet
প্রকাশিত August 31, 2024
সিলেটের বিভিন্ন খুচরা ও পাইকারী বাজার গুড়ে দেখে জানা গেলো জিনিস পত্রের দাম

নিজস্ব প্রতিবেদক🖊

গতকাল সিলেট নগরীর বন্দর বাজার, লাল বাজার লালদিঘীরপাড় নতুন বাজার , রিকাবী বাজার ,কাজীর বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে বাজার দরের এই চিত্র।

এদিন কাঁচা মরিচ ২০০, টমেটো ১৫০, বরবটি ১২০, আলু ৬৫, লাউ ৫০, ঢেঁডস ৬০, পটল ৭০, বেগুন ৮০, মিষ্টি কুমড়া ৬০, করলা ৮০, কাকারল ৮০ ও পেঁপে ৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

বন্যার অজুহাতে দাম বেড়েছে পেঁয়াজেরও নগরে ১২০ থেকে ১২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। তবে স্থিতিশীল রয়েছে রসুনের দাম। প্রতিকেজি রসুন ২২০ টাকা আদা ২৫০ টাকা বয়লার মোরগ কেজি ১৬০ টাকা ।

ডিম পতি হালি ৫০ টাকা গরুর মাংস কেজি ৮০০ টাকা মাছের বাজার রুই কেজি ৪০০ টাকা শিং মাছ ৪০০ টাকা পাবদা মাছ ৪০০ টাকা ছোট মাছ কেজি ৫০০ টাকা দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা।

এদিকে ব্যবসায়ীরা বিভিন্ন অজুহাত দেখিয়ে
জিনিসপত্রের দাম যে যেভাবে পারছে দাম হাঁকাচ্ছে । মনিটরিং করার কেউ নেই তবে অচিরেই জিনিজপত্রের দাম সহনীয় পর্যায় চলে আসবে বলে জানিয়েছেন কাঁচা বাজারের আড়ৎদাররা ।

যদি ও গত কয়েকদিনের বন্যার কারণে পরিবহন ক্ষেত্রে মাল আসতে অসুবিধা হয়েছে এখন ধীরে ধীরে স্বাবাবিক অবস্থায় ফিরে আসছে ।