• [english_date] , [bangla_date] , [hijri_date]

কারও বিরুদ্ধে ন্যায়সংগত অভিযোগ থাকলে ব্যবস্থা নেয়া হবে

Sonaly Sylhet
প্রকাশিত August 27, 2024
কারও বিরুদ্ধে ন্যায়সংগত অভিযোগ থাকলে ব্যবস্থা নেয়া হবে

চলমান পর্ব ২

শিক্ষাঙ্গনে ভদ্রতা রক্ষার ওপর গুরুত্ব আরোপ করেছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন পদে যারা দায়িত্ব পালন করছেন তাদের কারও বিরুদ্ধে ন্যায়সংগত অভিযোগ থাকলে ব্যবস্থা নেয়া হবে।

নতুন করে পদায়ন ও নিয়োগের কার্যক্রম চলছে। জোরপূর্বক পদত্যাগে বাধ্য করে অস্থিরতা সৃষ্টি করলে প্রশাসন ভেঙ্গে পড়তে পারে। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা পেতে অসুবিধা হবে।

সেই বিবেচনা মাথায় রেখে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্টানে অনিয়ম ও দুর্নীতি থেকে এখনই সময় বেরিয়ে আসার ।

প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্টানে শিক্ষা ব্যবস্থার মান একেবারে নিন্মমুখী , যে কোন মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক কে জিজ্ঞাস করে দেখুন আপনার স্কুলের শিক্ষার মান কেমন উনি,
বলবে আমার স্কুলে শিক্ষা ব্যবস্থা ও পাঠদান অত্যন্ত ভালো এবং পাশের হার ১০০% ।

এ থেকেই প্রমাণিত হয় যে বিভিন্ন স্কুলের আজকের এই প্রদত্যাগের হিড়িক কেনো হচ্ছে । শিক্ষক সিন্ডিকেড ও কোর্চিং বাণিজ্য থেকে বেরিয়ে না আসতে পারলে কোন ভাবেই আগের শিক্ষার মানে ফিরিয়ে আসা সম্ভব ।