• [english_date] , [bangla_date] , [hijri_date]

বিজয় উল্লাসে সিলেট নগরীর বিভিন্ন এলাকা

Sonaly Sylhet
প্রকাশিত August 7, 2024
বিজয় উল্লাসে সিলেট নগরীর বিভিন্ন এলাকা

নিজস্ব প্রতিনিধি🖊

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয় উল্লাসে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় বিজয় উল্লাসে মেতে উঠেছেন । নারী পুরুষ থেকে একেবারে স্কুল পড়ুয়া
ছোট ছোট ছেলে মেয়েরা বাদ যায়নি শিশুরা ও ।

সিলেটের চৌহাট্টা শহীদ মিনারে লোকে লোকারণ্য তিল পরিমান খালি জায়গা খুঁজে পাওয়া যায়নি ।

যুবক থেকে বিদ্ধ বয়সের সবাই মুখে শ্লোগান ছিলো স্বাধীন হয়েছে বাংলাদেশ হৈ হৈ রই রই স্বৈরাচার গেলো কই মুখোরিত ছিলো পুরো শহর জুড়ে ।

দল মত নির্বিশেষে সকলেই অংশ গ্রহণ করেছেন বৃষ্টির মধ্যে ভিজে উল্লাস করছেন যে যেমন পারছেন
এদিকে মিষ্টির দোকান গুলোতে মিষ্টি পাওয়া যায়নি।

টিলাগড় শিবগঞ্জ মিরা বাজার জিন্দাবাজার নাইওরপুল নয়াসড়ক শাহীঈদগাহ লামাবাজার কুয়ারপাড় শেখঘাট এমন কি নগরীর এমন কোন জায়গা বাকি ছিলো না ।

এযেনো এক বাঁধ ভাঙ্গা উল্লাসের ঢেউ এ মুখরিত সারা শহর । মানুষের মনের আনন্দ দেখে মনে হচ্ছে ১৯৭১ এর বিজয় চিনিয়ে এনেছেন তারা ।

শহর জুড়ে ছিলোনা পুলিশ রেব বিজিবি প্রশাসনের কোন লোকজন কে দেখা যায়নি রাস্তাতে হঠাৎ সেনা বাহিনীর টহলরত গাড়ি দেখা গিয়েছে সেনাবাহিনী ও সাধারণ মানুষ হে কিছু বলেনি ।

রাত গভীর হওয়ার পর দেখা গিয়েছে পারা মহল্লায় নগরীর বিভিন্ন এলাকায় যে সব মন্দির গির্জা রয়েছে
সে গুলিতে পাহারার ব্যবস্থা নিয়েছেন স্থানীয় লোকজনেরা যাতে কোন অপ্রতিকর ঘটনা না ঘটে ।

আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর অনুযায়ী এখন পর্যন্ত সুরক্ষিত রয়েছে প্রতিটি সনাতন ধর্মের
স্থাপনা সহ বাড়িঘর । এমন কি আমাদের ভাই বোনদের কে আমাদের স্থানীয় বাসিন্দারা সব সময় নজরে রাখছেন ।

যাতে কোন দুষ্কৃতকারী তাহাদের উপর কোন অপ্রতিকর ঘটনা না ঘটাতে পারে । আমারা দেখেছি এই আন্দোলনে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান মনিপুরি উপজাতি সম্প্রদায় সহ সবাই এই আন্দোলনে একত্রিত হয়ে আন্দোলন করে আজ বজায় অর্জন করেছেন ।