• [english_date] , [bangla_date] , [hijri_date]

সরবরাহ বাড়ায় বর্তমানে নিত্যপণ্যের দাম কিছুটা কমে এসেছে

Sonaly Sylhet
প্রকাশিত July 29, 2024
সরবরাহ বাড়ায় বর্তমানে নিত্যপণ্যের দাম কিছুটা কমে এসেছে

✒অনলাইন ডেস্ক

সিলেটের বাজার গুড়ে দেখা গেলো সিলেট সহ দেশের ভিবিন্ন খুচরা কাঁচা বাজারে গত সপ্তাহের রাজপথের উত্তাপ সবকিছু ছাপিয়ে খাদ্যপণ্যের দাম দুই-তিনগুণ বেশি বেড়েছিল। কিন্তু সরবরাহ বাড়ায় বর্তমানে তা কিছুটা কমে এসেছে।

সপ্তাহের ব্যবধানে বাজারে সরবরাহ বাড়ায় কমেছে মুরগির দাম। প্রতি কেজি ২০ টাকা পর্যন্ত কমে ব্রয়লার মুরগি ১৭৫ থেকে ১৮০ এবং সোনালি মুরগি ২৬৫ থেকে ২৭৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে পাড়া-মহল্লার কিছু কিছু দোকানে প্রতি কেজি ব্রয়লার ১৯০ থেকে ২০০ টাকাও বিক্রি হতে দেখা গেছে। এ ছাড়া আগের মতোই প্রতি কেজি গরুর মাংস ৭৫০-৭৮০ আর খাসির মাংস বিক্রি হচ্ছে ১০০০ থেকে ১১৫০ টাকায়। প্রতি ডজন ফার্মের ডিম ১৪৫ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

বিক্রেতার বলছেন পণ্যবাহী গাড়ি চলাচল করলে সকল  নিত্যপণ্যের বাজার আগের মতো ফিরে আসবে ।