• [english_date] , [bangla_date] , [hijri_date]

কিছুদিন যাবৎ দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় নিখোঁজের খবর নিয়ে

Sonaly Sylhet
প্রকাশিত July 9, 2024
কিছুদিন যাবৎ দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় নিখোঁজের খবর নিয়ে

✒অনলাইন ডেস্ক

কিছুদিন ধরে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া খুললেই শুধু নিখোঁজের খবর আর খবর আসলে সত্যি কি ১০ থেকে ১২ বছর বয়সের শিশুরা নিখোঁজ হচ্ছে ।

সিলেট সহ দেশের বিভিন্ন জেলা থেকে ফেইছবুকে দেখা যাচ্ছে নিখোঁজের সংবাদ ।

এদিকে সিলেটের অভিবাবকরা এই খবর শুনে আতংকিত হয়ে পড়েছেন। কয়েক টি স্কুল ও অভিবাবকদের সাথে আলাফ করে জানা গেছে এই খবর শুনে সবাই আতংকিত রয়েছেন।

তবে সিলেট নগরীর ভিতরে এই ধরণের কোন ঘটনা এখনো ঘটেনি বলে জানিয়েছেন অনেকে। দেশের অন্নান্য জেলা যেমন ঢাকা নারায়ণগঞ্জ চট্টগ্রাম সহ কয়েকটি জেলার সোশ্যাল মিডিয়ার খবরের সত্যতা প্রমান ও খবর প্রচার করা গুজব না অন্য কিছু তা অনুমান করা কঠিন ।

তবে আইনশৃক্ষলা রক্ষাকারী বাহিনীর উর্ধতন কর্তৃপক্ষ বলছেন এই সব গুজব।  এক শ্রেণীর গুজবকারীরা এই ধরনের খবর ছড়িয়ে মানুষ কে বিভ্রান্তিতে ফেলাই তাদের মূল টার্গেট ।

তবে অচিরেই এদের কে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হচ্ছে গুজবে কান না দেওয়ার জন্য সকল কে অনুরোধ জানিয়েছেন ।

সাধারণ মানুষ ও অভিবাবকরা ছেলে মেয়েদের কে নিয়ে ভয়ে রয়েছেন স্কুল পড়ুয়া ছেলে মেয়েদের অভিবাবকরা চিন্তিত রয়েছেন তাদের ছেলে মেয়েদের কে নিয়ে ।