• [english_date] , [bangla_date] , [hijri_date]

সিলেটে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত নগরীর কিছু কিছু এলাকার পানি কমতে শুরু করেছে

Sonaly Sylhet
প্রকাশিত June 22, 2024
সিলেটে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত নগরীর কিছু কিছু এলাকার পানি কমতে শুরু করেছে

✒নিউজ ডেস্ক

সিলেটে ২দিন বৃষ্টি না থাকায় অনেক জায়গায় বাসা বাড়ি থেকে পানি কমতে শুরু করেছে ।

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত নগরীর কিছু কিছু এলাকার পানি দ্রুত কমছে । এবং আশ্রয় কেন্দ্র গুলির মানুষ জনরা ঘর মুখী হতে দেখা যাচ্ছে তবে এখন ও অনেক জায়গায় পানি রয়েছে। নগরীর যে সব জায়গায় বন্যার পানি উঠেছে।

সে সব জায়গার রাস্তাগুলি গর্তে পরিনত হয়ে গেছে । যদি এভাবে আর বৃষ্টি না হয় তাহলে ধীরে ধীরে সুরমা নদীর পানি ও কমতে শুরু করবে । বর্তমানে বন্যা কবলিত মানুষের অবস্থা যে কতটা দূর্বিষহ তা অনুমান করা কঠিন ।

সিলেট সিটি কর্পোরেশনের কয়েকটি ইউনিট। আশ্রয় কেন্দ্রগুলি ও পানিবন্দি এলাকার মানুষের কাছে ত্রাণ সামগ্রী ও রান্না করা খাবার, যতটা সম্বভ পৌঁছে দিয়েছে । প্রত্যেকটি প্লাবিত অঞ্চলের স্থানীয় মানুষজনরা নিজে থেকে এগিয়ে

এসে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে দেখা গিয়েছে । সিলেটের মানুষের সহমর্মিতা দেখা যায় যে কোন বিপদের সময়। এই অঞ্চলের মানুষের মহত্বের কমতি নেই । যে কোন দুর্যোগে সকলে মিলে এগিয়ে আসেন ।