• [english_date] , [bangla_date] , [hijri_date]

সিসিক এর ১২ নং ওয়ার্ডের পানিবন্দি মানুষের মাঝে খাবার বিতরণ করছেন কাউন্সিলর সিকন্দর আলী

Sonaly Sylhet
প্রকাশিত June 20, 2024
সিসিক এর ১২ নং ওয়ার্ডের পানিবন্দি মানুষের মাঝে খাবার বিতরণ করছেন কাউন্সিলর সিকন্দর আলী

✒অনলাইন ডেস্ক

সিলেট সিটি কর্পোরেশন নিজস্ব উদ্যোগে রান্না করা খাবার পৌঁছে দিচ্ছে বিভিন্ন ওয়ার্ডের পানিবন্দি মানুষের মধ্যে ।

সুরমার পানি বিপদসীমা অতিক্রম করায় সিলেট নগরীর শেখঘাট কলাপাড়া, ঘাসিটুলা, তালতলা, জামতলা, মাছুদিঘীরপাড়, ছড়ারপাড়, উপশহর, তেরোরতন, সোনারপাড়া, লামাপাড়া, শিবগঞ্জ, মেজরটিলা, কেওয়াপাড়া, সোবহানীঘাট, যতরপুর,

মাছিমপুর, পাঠানটুলা, দরগামহল্লা, পায়রাসহ অর্ধশতাধিক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অনেক এলাকার বাসা ও দোকানে পানি ঢুকে পড়েছে। কোথাও কোথাও হাঁটু থেকে কোমর সমান পানি জমেছে।

সিলেটে ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ীঢলে সুরমা নদীর পানি বেড়ে গিয়ে নগরীর বেশির ভাগ ওয়ার্ড বন্যায় প্লাবিত হয়েছে ।

সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের কাউন্সিলর সিকন্দর আলী বন্যা দুর্গত নিজ ওয়ার্ডের মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করতে দেখা গিয়েছে ।

বৃহত্তর সিলেট অঞ্চলের সোনামগঞ্জ, কোম্পানীগঞ্জ, জকিগঞ্জ, জৈন্তাপুর, এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

প্লাবিত এলাকা গুলিতে স্থানীয় চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় প্রশাসন এবং সেনা বাহিনীর চৌকস দল উদ্ধার কাজে নিয়োজিত রয়েছেন ।

এবং শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করছেন।
পানিবন্দি মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য সকলের পতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

গেলো ঈদের আমেজ এই জনপদের কেউই উপভোগ করতে পারেননি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ।