• [english_date] , [bangla_date] , [hijri_date]

সিলেট নগরীর তালতলা পয়েন্ট হোটেল গুলশানের সামনে হাটু পানি

Sonaly Sylhet
প্রকাশিত June 18, 2024
সিলেট নগরীর তালতলা পয়েন্ট হোটেল গুলশানের সামনে হাটু পানি

✒অনলাইন ডেস্ক

গতদুদিন থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে সিলেটে কখনো টানা বৃষ্টি আবার কখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে ।

সুরমা ও কুশিয়ারা নদীর পানি কোথায় কোথায় বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ।

সুরমা নদীর পানির শ্রুত এতটাই বেড়েছে যে নদীর উপর দিয়ে প্রায় দুইফুট উঁচু হয়ে পানি প্রবাহিত হচ্ছে ।

এজন্যই নদীর নিকটভর্তি বাসা বাড়ি গুলির ভিতরে হাটু পানি ,ময়লা পানি প্রবেশ করায় মানুষের দুর্ভোগ চরমে ।

শহরের ড্রেইন গুলির পানি নিষ্কাশন সঠিক ভাবে না হওয়াতে শহরের  অনেক রাস্তা ঘাট পানির নিচে তলিয়ে গেছে ।

গতদুবছর আগে ২০২২ সালের বন্যার রূপ ধারণ করছে সিলেট তথা বৃহত্তর সিলেট ।

সুরমা নদীর নাভ্ভতা কমে যাওয়ায় কারণে অতি বৃষ্টি হলেই সিলেটে এরখম অবস্থা হওয়া অস্বাভাবিক কিছু নয় ।

সুরমা নদী খনন করাই হচ্ছে সিলেটবাসী কে পতি বছর পানি থেকে রক্ষা করার মূল সমাধান সিসিক মেয়র উদ্যোগ নিয়েছিলেন নদী খননের যদি খনন করা হয় তাহলে কিছুটা হলেই নিরাপদে থাকবেন শহর বাসি ।