✒স্ট্যাপ রিপোর্টার
সিলেট নগরীর বিভিন্ন এলাকা বৃষ্টির পানিতে তলিয়ে গিয়েছে অনেকে কোরবানির গরু জবাই করতে বিলম্ব হয়েছে। আবার অনেকে সময় মত কোরবানি দিতে ও পারেননি । অনেক মসজিদের ভিতরে পানি প্রবেশ করেছে মুসল্লিরা টাইম মতো ঈদের নামাজ আদায় করতে পারেননি । এতো বৃষ্টি হয়েছে যা বিগত কয়েকদিনের তুলনায় আজ অনেক বেশি বৃষ্টিপাত হয়েছে । নগরীর প্রতিটি পাড়া মহল্লা রাস্তা এমন কোন জায়গা নেই যেখানে পানি প্রবেশ করেনি। বাসা বাড়ির ভিতরে হাটু পানি। রাত প্রায় ১ টার পর থেকে টানা বৃষ্টি আড়ম্ব হয়ে সকাল ১১টা পর্যন্ত ছিলো । মানুষের কষ্টের শেষ নেই , নগরীর শাহজালাল উপশহরের পুরো এলাকা পানিতে তলিয়ে গিয়েছিলো এদিকে নবাব রোড, কলাপাড়া, বাগবাড়ি , তালতলা, কুয়ারপাড়, লালদিঘীরপাড়, খুলিয়াপাড়া, মাসুদীঘিরপাড় কালীঘাট ছড়ারপাড় পীরমহল্লা দরগাগেইট চৌহাট্রা, এয়ারপোর্ট, রোড সহ বিভিন্ন এলাকা পানির নিচে তলিয়ে গিয়েছিলো ।