• [english_date] , [bangla_date] , [hijri_date]

সিলেট শাহী ঈদগাহ ময়দান পরিদর্শন করছেন সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জাকির হোসেন

Sonaly Sylhet
প্রকাশিত June 15, 2024
সিলেট শাহী ঈদগাহ ময়দান পরিদর্শন করছেন সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জাকির হোসেন

✒অনলাইন ডেস্ক

 

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট শাহী ঈদগাহ ময়দান পরিদর্শন করছেন সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জাকির হোসেন।

মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন প্রায় সাতশত বছর আগের এই ঐতির্য্যবাহি শাহী ঈদগাহে মানুষ ঈদের নামাজ পড়তে আসে ।এখানে প্রায় দুই হাজার মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারেন এই পুরাতন ঈদগাহে । মেয়র আরো বলেন সিলেট সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন টিম বজ্র অপসারণ করছে ।
এবং তাদের কে নির্দেশ দিয়েছি কোরবানির দেয়ার পরের দিন অর্থাৎ মঙ্গলবার সকাল ৬ টার ভিতরে সমস্ত শহর যেনো ক্লিন হয়ে যায়।ঈদের দিন এবং ঈদের আগের দিন আমি নিজে উপস্থিত থেকে দেখবো কাজ সঠিক ভাবে চলছে কি না । নগরীর কোন জায়গা ময়লা আবর্জনা জেনে না থাকে ।

সিলেট মেট্রো পলিটন পুলিশ কমিশনার জনাব জাকির হোসেন জানিয়েছেন। ঈদের জামাতে আসা মুসল্লি ও জনসাধারণ যেনো কোন ধরণের অসুবিধার স্মুখীন না হন সে জন্য । সিলেট মেট্রো পলিটন পুলিশ সদস্যরা সার্বোক্ষনিক নিরাপত্তার কাজে নিযয়োজিত রয়েছেন । এবং সিলেটের মানুষ কে নিরাপত্তা দেওয়াই হচ্ছে পুলিশের নৈতিক দায়িত্ব ।