• [english_date] , [bangla_date] , [hijri_date]

জলাবদ্ধতার পানিতে ভেসে গিয়ে মৃত্যু বরন করলো ২ বৎসরের শিশু আরাব

Sonaly Sylhet
প্রকাশিত June 14, 2024
জলাবদ্ধতার পানিতে ভেসে গিয়ে মৃত্যু বরন করলো ২ বৎসরের শিশু আরাব

✒সোনালী ডেস্ক

নগরীর কুয়ারপাড় আবাসিক এলাকার ১২ নং ওয়ার্ডের ইঙ্গুলাল রোডে জলাবদ্ধতার পানিতে ভেসে গিয়ে , একটি শিশুর মৃত্যু দেহ গাভিয়ার খালে পাওয়া গিয়াছে ।

বৃহস্পতিবার ১৩ জুন সকাল সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। ছেলেটির নাম আরাব বয়স ২ বৎসর । বাবা সাবের আহমেদ মাতা রোমানা বেগম ।

স্থানীয় বাসিন্দারা জানান শিশুটির বাসার সামনের রাস্তা ও ড্রেইন জলাবদ্ধতার কারণে এক হয়ে গিয়েছিলো । তাই হয়তো শিশুটি খেলার ছলে পানিতে নেমে যায়, কিন্তু জলাবদ্ধতার শ্রুতে ছোট শিশুটি ড্রেইনের ভিতরে দ্রুত চলে গিয়ে মৃত্যুবরন করেছে ।

স্থানীয়রা শিশুটিকে খোঁজাখুঁজির পর পাশের গাভিয়ার খাল থেকে উদ্ধার করে । দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা শিশুটি কে মৃত্যু ঘোষণা করেন।

সিলেট নগরীর প্রত্যেকটি ওয়ার্ডের ড্রেইন এমন ভাবে পলিথিনের ব্যাগ ময়লা ও আবর্জনা দিয়ে ভরাট করে রেখেছেন । যা চোঁখে না দেখলে বিস্বাস
করা অসম্ভব । স্থানীয় কাউন্সিলর ও মেয়র মহোদ্বয় কে দ্রুত নজর দেয়ার দাবি জানিয়েছেন ।

এলাকার যুবসমাজ ও মুরুব্বীয়ানরা তারা আরো জানিয়েছেন তা না হলে এ রখম দুর্ঘটনা আবার ও ঘটতে পারে । অল্প বৃষ্টি হলেই কুয়ারপাড় ইঙ্গুলাল রোড পানিতে তলিয়ে যায় এবং জলাবদ্ধতার লেগেই থাকে ।