• [english_date] , [bangla_date] , [hijri_date]

এবার সিলেট সিটি কর্পোরেশনের অনুমোদিত সিলেট মহানগরের ৮টি স্থানে বসবে অস্থায়ী পশুর হাট

Sonaly Sylhet
প্রকাশিত June 13, 2024
এবার সিলেট সিটি কর্পোরেশনের অনুমোদিত সিলেট মহানগরের ৮টি স্থানে বসবে অস্থায়ী পশুর হাট

✒সোনালী ডেস্ক

 

এবার সিলেট সিটি কর্পোরেশনের অনুমোদিত সিলেট মহানগরের ৮টি স্থানে বসবে অস্থায়ীপ শুর হাট। যে জায়গা গুলিতে বসবে কোরবানির পশুর হাট

আজ বৃহস্পতিবার থেকে ৫ দিন মহানগরের টুকেরবাজার (তেমুখী পয়েন্ট সংলগ্ন খালি জায়গা), মাছিমপুর কয়েদির মাঠের খালি জায়গা, মেজরটিলা বাজার-সংলগ্ন খালি জায়গা, শাহপরাণ পয়েন্ট সংলগ্ন খালি জায়গা, টিলাগড় পয়েন্ট সংলগ্ন খালি জায়গা, শাহী ঈদগাহস্থ খেলার মাঠের পেছনের অংশ, সিটি কর্পোরেশনের মালিকানাধীন এস ফল্ট মাঠ ও দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন ট্রাক টার্মিনালে ও বসবে কুরবানির অস্থায়ী পশুর হাট বসবে।

আগামী কাল বৃহস্পতিবার থেকে হাট গুলোতে বেচাকেনা শুরু হবে। তবে গত দুইদিন থেকেই বেপারিরা পশু নিয়ে আসতে শুরু করেছেন।