• [english_date] , [bangla_date] , [hijri_date]

সিলেট নগরীতে অবৈধ পশুর হাট বসতে দেবে না সিলেট সিটি কর্পোরেশন

Sonaly Sylhet
প্রকাশিত June 11, 2024
সিলেট নগরীতে অবৈধ পশুর হাট বসতে দেবে না সিলেট সিটি কর্পোরেশন

সোনালী ডেস্ক

সিলেট সিটি কর্পোরেশন এলাকার ভিতরে নির্ধারিত কোরবানির পশুর হাট ছাড়া  অন্য কোনো অবৈধ পশুর হাট বসতে দেবে না সিলেট সিটি করপোরেশন। কেউ কোরবানির পশুর হাট বসালে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেবে নগর কর্তৃপক্ষ।

আজ সোমবার (১০-ই জুন) দুপুর ১,ঘটিকার সময়  সিসিকের এক জরুরি  বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।