✒সোনালী ডেস্ক
সিলেটের মানিকপীর (রহ:) কবরস্তানের ভিতরে খুনের ঘটনা ঘটেছে। আবুল হাসান সাবিল (২৬) এক যুবক কে কুপিয়ে হত্যা করা হয়েছে । ৬ই জুন বৃহস্পতিবার দুপুরে টাকা লেনদেনের বিরোধের জের দরে এই হত্যাকান্ড ঘটে । পাঠাও কুরিয়ারে কাজ করেন আবুল হাসান সাবিল, সাবিলের সাথে মাঝে মধ্যে ডেলিভারিতে সাহায্য করতো শাহীন। বৃহস্পতিবার সাবিলের কাছে টাকা চাইলে টাকা দিতে অস্বীকৃতি জানালে সাবিলকে ছুরিকাঘাতে হত্যা করে সেখান থেকে পালিয়ে যায় শাহীন। জানা যায় শাহীন (১৮) নামের এই যুবক নগরীর কাজীটুলা এলাকার বাসিন্দা। নিহত আবুল হাসান সাবিল সিলেটের জকিগঞ্জ উপজেলার আব্দুল হান্নান শিমুলের ছেলে। সাবিল নগরীর সাপ্লাই এলাকায় বসবাস করতেন।