✒ সোনালী ডেস্ক”
সোনালী সিলেটের এক অনুসন্ধানী পতিবেদনে টাকা আত্মসাতের অভিযোগ এসেছে হকার্স সভাপতি ও তার বাগনার উপর।
লালদিঘিরপাড় নতুন হকার্স মার্কেটের হকাররা অভিযোগ করেছে । হকার্স সভাপতি ও তার বাগনা মিলে ঘর তৈরী
করার জন্য ২৫০০ টাকা এবং মাটি ভরাটের জন্য ২০০ টাকা মোট ২৭০০ টাকা।পতিটি হকারের কাছ থেকে নিয়েছেন । এদিকে সিনিয়র সহঃসভাপতি আতিয়ার রহমান জানিয়েছেন, আমরা এই মাঠে আসার পর অনেক বার মিটিং করে বলেছি।
চলুন আমরা মেয়র সাহেবের কাছে যাই । কিন্তু সে অনেক অজুহাত দেখিয়ে এড়িয়ে গেছে গত ঈদের আগে গুর্নিঝড়ে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। মেয়র সাহেব এসে পরিদর্শন করে দেখেছেন এবং বলে গিয়েছেন । আমাদের
কে তিনি সাহায্য করবেন কিন্তু দুঃখের বিষয় আজও আমরা সাহায্য পেয়েছি কি না তা তিনি ছাড়া কেউ জানেনা । আমি সেক্রেটারি সাহেব ও বলেছি এই গুর্নিঝড়ের কোন অনুদান আমরা কি পেয়েছি। খোকন আহমেদ সাধারণ সম্পাদক
সিলেট মহানগর হকার্স ঐক্য পরিষদ । তিনি বলেন এই মার্কেটের আমরা সবাই জানি এই তিনটি মার্কেটই একত্রিত। কাপড়ের মার্কেটের হকার্সরা তাদের নিজ দায়িত্বে বাঁশের টাকা ও তেরপালের টাকা ব্যয় করে তাদের ঘর গুলি তারা নিজেই তৈরী করেছেন। কিন্তু মাছ তরিতরকারির মার্কেটে কোন হকার কে কোন দোকান দেওয়া হয়েছে। আমি
সেক্রেটারী হিসাবে আজ পর্যন্ত যানিনা । যখন দেখলাম বিশেষ বেক্তিদের নাম ভাংগিয়ে প্রতারণা শুরু হয়েছে তখন আমি আর একমত হইনি। যদি সিটি কর্পোরেশন এই মার্কেটের দায়িত্বে আছে তাহলে করা এই বিশেষ বেক্তি আমাদের অনুসন্ধানে বেরিয়ে আসবে আসল ঘটনায় পিছনে কারা জড়িত ।
সোনালী ডেস্ক অনুসন্ধানী টিম