✒নিজস্ব প্রতিবেদন
সিলেটের ফটো সাংবাদিকরা যাদের পরিশ্রমের চিত্র ধারণ থেকে আমরা উৎসাহিত হয়ে খবর পরিবেশন করি । যেমন সিলেটের প্রতিটি দুর্যোগ, রাজনীতি, শিক্ষাঙ্গন, খেলাধুলা, বন্যারপানি, মিছিল, মিটিং, সেমিনার, আলোচিত, সমালোচিত, কি নেই যেখানে উনারা কেমেরা নিয়ে পৌঁছেন না । সব জায়গায় যাদের উপস্তিতি তাদের জন্য কি আমরা একটিবার ও চিন্তা করি । শহর থেকে গ্রামে ছুটে চলা এই মানুষদের শরীলে কাদামাটির গন্ধ লেগেই রয়েছে। শুধু ফুটেজ সংগ্রহ ও কেমেরা বন্দি করাই তাদের পেশাদারিত্ব ।
দূর থেকে বহুদূর ছুটে চলেছেন কখন প্রধান অতিথি স্টেইজে উঠবেন । এবং অতিথিদের ছবি কেমেরা বন্দি করবেন, হাই রেজুলেশন সঠিক ফরমেট ব্রাইটনেস কন্ট্রাস্ট । ঠিকমত ক্লিক একের পর এক ক্লিক করে যাচ্ছেন যেন কোন ভাবেই ছবির অমর্যাদা না হয়। কেমেরার পিছনে যাদের কাজ তাদের এতো বেশি কষ্ট সেটা কেউ সামনে থেকে পিছনে না আসলে অনুভব করা খুবই কঠিন । জীবন এভাবেই যাচ্ছে যাবেই। কেউ হয়তো বা সময় ওসময় একটু খবর নেবে। আবার কেউ ভাববে ফটো জার্নালিষ্ট সেটা তো বিরাট ব্যাপার । যে যাই ভাবুক সমাজের চোঁখে উনারা এক ক্লান্তিময় যোদ্ধা ও সাহসী সৈনিক। সন্মান করি প্রিয় ভাইদের কর্মকে । পরিশ্রম হউক আপনাদের জীবনের সার্থকতা ।